ভারত
পেঁয়াজের পর চিনি রপ্তানিতেও বিধিনিষেধ আসতে পারে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৪ সপ্তাহ আগে) ২৪ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

পেঁয়াজের রপ্তানি শুল্ক ৪০ শতাংশ বাড়িয়ে পেঁয়াজ রপ্তানিতে নিয়ন্ত্রণ জারি করে ঘরোয়া বাজারে সরবরাহ স্বাভাবিক করার পর এবার নজর চিনির দিকে। ভারতীয় বাজারে চিনির আকাল ঠেকাতে চিনি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছে ভারত সরকার। সংবাদ সংস্থা রয়টার্স এই মর্মে খবর দিয়েছে। যদি সত্যিই তাই করা হয় তাহলে ভারতে সাত বছর পরে আবার চিনি নিয়ন্ত্রিত হবে। এর ফলে বিশ্ব বাজারে চিনির দাম বাড়তে পারে বলে রয়টার্স এর আশংকা। ২০২১ সালের এপ্রিল থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ভারত মোট ৯৪ লক্ষ টন চিনি রপ্তানি করেছে। ২০১৮ সালে বিশ্বের বাজারে ভারতের চিনি রপ্তানির আনুপাতিক হার ছিল ৩.৪ শতাংশ। তা বেড়ে ২০২১-২২ সালে হয়েছে ১১ শতাংশ। তাহলে সহজেই অনুমেয় ভারতীয় চিনি বিশ্ব বাজারে না পৌঁছালে কি অবস্থা হতে পারে? ভারতে চিনির আকাল এর জন্যে দায়ী দক্ষিণ আমেরিকায় উদ্ভূত এল নিনো। এল নিনোর প্রভাবে মহারাষ্ট্র ও কর্ণাটকে আখ চাষের প্রভূত ক্ষতি হয়েছে বলেই যোগানে এই সমস্যা।