ভারত
রাহুল গান্ধীর রাজনীতি কি ছেলে-মানুষিতে ভরা?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১০ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৫৫ পূর্বাহ্ন
২০১৮ সালে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে অসাধারণ ভাষণ দিলেন রাহুল গান্ধী। লোকে যখন ভাবছে এর জবাবে মোদি কী বলবেন? ঠিক তখনই রাহুল একটি কাণ্ড ঘটালেন। তিনি সরাসরি মোদির আসনের দিকে উঠে গিয়ে তাঁকে জড়িয়ে ধরলেন। তারপর নিজের আসনে ফিরে এসে দলীয় সদস্যদের দিকে তাকিয়ে চোখ মারলেন। সেদিন বক্তৃতায় মোদি বললেন, এই সংসদে এসে অনেক শিখছি। গলা ধরে ঝুলে পড়াও শিখলাম। কাট টু ২০২৩। এবারও সেই অনাস্থা বক্তৃতা। রাহুল জ্বালাময়ী ভাষণ দিলেন। নিজের আসনে ফেরার সময় ফ্লাইং কিস ছুড়ে দিলেন বিজেপির মহিলা সংসদ সদস্যদের উদ্দেশ্যে। স্মৃতি ইরানীসহ বেশ কিছু বিজেপি মহিলা সদস্য সরব হলেন। বিজেপির আরেক সদস্যা হেমা মালিনী বললেন, তেমন কিছু দেখেননি তিনি। কিন্তু রাহুলের অসাধারণ ভাষণটি চাপা পড়ে গেল এই আচরণের তলায়। রাহুল গান্ধীর কি বোঝা উচিত নয় তাঁর ছেলেমানুষি আচরণে চাপা পড়ে যাচ্ছে তাঁর খুরধার রাজনীতি? রাহুল কেন এমন করেন? কংগ্রেস সদস্যরা বলছেন, রাহুল ফ্লাইং কিস দিয়ে বিজেপির মহিলা সংসদ সদস্যদের প্রতি তাঁর ভালোবাসা ব্যক্ত করতে চেয়েছিলেন। এতে অন্যায় কিছু হয়নি। বিজেপি ভালোবাসার এই ভাষা বোঝে না। তথ্যভিজ্ঞ মহল মনে করছে- রাহুল পশ্চিমী ভাবধারায় মানুষ হয়েছেন। তাঁর অভিধানে চোখ মারা বা ফ্লাইং কিস ছোড়া স্বাভাবিক একটি প্রক্রিয়া। রাহুলের মধ্যে একটি জন্ম ছেলেমানুষ আছে- সেই এই কাণ্ডগুলো ঘটায়। তবে, রাজনীতির ওজন বুঝে রাহুল এই কাজগুলি করার থেকে যত নিবৃত্ত হবেন, ততই তাঁর রাজনীতি পরিণত হবে- এটা বোঝার সময় হয়তো হয়েছে।