অনলাইন
হোটেলে ঢুকে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ
স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে
(১ বছর আগে) ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৪ অপরাহ্ন
বগুড়া জেলার সাতমাথায় একটি হোটেলে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে গণতন্ত্র মঞ্চের ৩ জন আহত হয়েছেন। সোমবার রাত ১০ টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
রোডমার্চের বহরে থাকা গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, বিকালে বগুড়ার শিবগঞ্জের জয়পুরহাট সড়কের মোড়ে সমাবেশ করে বগুড়ার সাতমাথায় আমজাদিয়া হোটেলে উঠেন দলটির নেতাকর্মীরা। তখন তাদের উপর আওয়ামী লীগ কর্মীরা হামলা চালায়। এতে নারায়ণগঞ্জ জেলার গণসংহতির সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র ফেডারেশনের সেক্রেটারি সৌরভ ও বরিশাল জেলা ছাত্র ফেডারেশনের সাকিব আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে সন্ধ্যায় গণতন্ত্র মঞ্চের সমাবেশ শেষে তাদের গাড়ি বহরে আওয়ামী লীগের হামলা করার অভিযোগ করা হয়। এতে তাদের একটি গাড়ি ভাংচুর করা হয়। হামলায় গণতন্ত্র মঞ্চের দুই কর্মী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আইয়ুব আলী ও শ্রমিক সংহতির ওসমান গণিসহ গাড়ি চালক শরিফ আহত হয়েছেন।
হামলার ঘটনা সত্য নয় দাবি করে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, জোনায়েদ সাকিদের বহরের নেতাদের প্রথমে হোটেল আমজাদিয়ায় থাকার কথা ছিলো, সেখানে পর্যাপ্ত আসন না থাকায় তারা অন্য হোটেল খুঁজছেন। হোটেলে হামলার খবরটি সত্য নয়।