ভারত
অনাথ শিশুদের পাশে বীরেন্দ্র শেওয়াগ ও গৌতম আদানি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ মাস আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৬ অপরাহ্ন

করমন্ডল দুর্ঘটনায় যে সব শিশুরা বাবা এবং মাকে হারিয়ে অনাথ হয়েছে তাদের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ এবং শিল্পপতি গৌতম আদানি। সেওয়াগ জানিয়েছেন যে, তিনি এসব অনাথের জন্য তাঁর স্কুল সেওয়াগ ইন্টারন্যাশনাল স্কুল এর দরজা খুলে দিছেন। এসব অনাথ শিশু সেখানে নিখরচায় পড়াশোনা করতে পারবে। হিন্ডেনবার্গ এর কাঁটায় জর্জরিত আদানি ব্রাদার্স এর গৌতম আদানি জানিয়েছেন, দুর্ঘটনায় অনাথ শিশুদের ভরণ পোষণের দায়িত্ব তিনি নেবেন। বারাকপুরের রামকৃষ্ণ মিশন অনাথদের জন্যে তাদের দরজাও খুলে দিচ্ছে। করমন্ডল দুর্ঘটনায় বেশ কিছু শিশু তাদের বাবা-মাকে হারিয়েছেন। কজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তারা দু জোড়া হাত পাবে। ব্যাট ধরা বীরেন্দ্র শেওয়াগের হাত এবং নোট ধরা গৌতম আদানির হাত।