অনলাইন
ছুটিতে বিদেশ যাচ্ছেন হারুন
মানবজমিন রিপোর্ট
(৩ মাস আগে) ২ জুন ২০২৩, শুক্রবার, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩৫ অপরাহ্ন

তের দিনের ছুটিতে বিদেশ যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম বার, পিপিএম বার, অতিরিক্ত পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা এর অনুকূলে নিজ এবং স্ত্রীর চিকিৎসা গ্রহণের উদ্দেশ্যে সস্ত্রীক সিঙ্গাপুর গমনের অনুমতি এবং এতদুদ্দেশ্যে ৩-৬-২০২৩ তারিখ অথবা ছুটি ভোগের তারিখ হতে তের দিনের বহিঃ বাংলাদেশ ছুটি (অর্জিত) মন্জুর করা হলো। শর্ত অনুযায়ী সরকার এ ভ্রমণের কোনো ব্যয় বহন করবে না।
পাঠকের মতামত
তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যে বাংলাদেশ নাকি সিঙ্গাপুরকে ও পিছনে ফেলে দিয়েছে। যদি তাই হয় তাহলে জনাব হারুন সাহেবে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন কেন? বাংলাদেশে কি চিকিৎসা নাই? যদি নাই থাকে তাহলে সিঙ্গাপুরকে পিছনে ফেলার অর্থ কি?
সিঙ্গাপুরের চিকিৎসা অত্যান্ত ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব ?
হারুন k Allah hedayet din
পুলিশকে জনগনের আস্থা অর্জনে কাজ করতে হবে। হারুন সাহেবদের মত দলকানা হলে জনগণ পুলিশ নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করবেই। হারুন সাহেবকে পুলিশ বাহীনির একজন খলনায়ক হিসেবে এদেশের মানুষ আজীবন মনে রাখবে।
ডলার নাই ..চারিদিকে অন্ধকার জ্বালানির অবাবে ..ডলার সংকটে দেশ ও সংকটাপন্ন ... সরকারি কর্মকর্তা সবার বিদেশ সফর বন্ধ করা উচিত ...জরুরি প্রয়ুজন ছাড়া সবার বন্ধ করা হউক ... ...দেশের মানুষ সংকটে ..তিনারা বিদেশ এ আমোদঃ ....এইসব তো মেন্টাল কর্ম ....
একজন সরকারি কর্মকর্তা, কত বছর না হলো চাকুরীর বয়স, কি করে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে বিদেশ যান ? বিদেশে চিকিৎসা করাবেন, চাকুরী ছাড়াএদের আয়ের উৎস কি ? বেতনের টাকায় কি বিদেশের মাটিতে চিকিৎসা করানো সম্ভব ? বেতন ছাড়া তাদের আয় কত ?
"উলটপালট করে দে মা লুটে পেটে খাই। " মন্তব্যটা ভালো লেগেছে। বাস্তব এটাই এদেশে বিএনপি আসলে লুটে পেটেই খাবে । বরং এ সরকারি ভালো আছে। হারুন সাহেবের মত ভালো অফিসার খুব দরকার বাংলাদেশের জন্য। আশা করি আমি সব ভালো থাকুন সুস্থ থাকুক এই কামনা করি। ধন্যবাদ পাঠকদের।
এক পদস্থ কর্মকর্তা চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন এটা স্বাভাবিক। আমি তার দীর্ঘায়ূ কামনা করছি
বাংলাদেশের জনগণের মণিকোঠায় স্থান হলো বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী সহ সকল ডিফেন্স বাহিনীর। কিন্তু পরিতাপের বিষয় হলো এমন হৃদয়ের বাহিনীর কর্মকর্তাদের প্রতি মানুষের এত রাগ,অনুরাগ কিংবা বিরক্ত কেন যেটা নানাবিধ খবরের মন্তব্যে পাওয়া যায়। মানুষের চাওয়া পাওয়াটা কোথায় এবং তাদের পার্সেপশনটা কি সেটা আগে বুঝতে হবে? হারুন সাহেবরা নিজেদের জন্য যা করেন দেশের মানুষের জন্য কি তা করেন ???
মিষ্টার হারুন তো অনেক সিনিয়র অফিসার। অনেক দিন চাকরি করেছেন। পুলিশের চাকরির কিছু সরকারি সুবিধা যেমন রেশন, ঝুঁকি ভাতা আছে। তাই তার কাছে দীর্ঘদিনের গচ্ছিত টাকা থাকতেই পারে। কিন্তু ২০১৫ সালে ৩ লাখ টাকা ঘুষ দিয়ে শিল্পকলা একাডেমীতে চাকরি নিয়ে সেই সাহেব এখন ৪ টা ফ্লাটের মালিক। ছেলেদের মিনারেল ওয়াটার পান করায়।
The weather has changed, he understands it well. He might not come back!!
একজন সরকারি কর্মকর্তা স্ত্রীর চিকিৎসার জন্য বিদেশে যাবেন, এটা কি সংবাদ হওয়া উচিত? দেশের মানুষের কল্যাণ হয়, এমন সংবাদ মানুষের মিডিয়ার কাছে প্রত্যাশা করে।
এখানে কিছু জ্ঞান পাপীর মন্তব্য পাঠ করলাম।। তাদের হারুন প্রেম প্রমাণ করে হয়ত তারা অজ্ঞ। মন্তব্য করতে ইচ্ছা হয়েছে তাই করে দিয়েছে। হয়তো সে বুঝেও নাই সে কি বলেছে। অথবা ওই মন্তব্যকারী নিজে চোরের দোসর। তাই হারুনের পক্ষে সাফাই গেয়েছে।। হয়তো সে বর্তমানে চুরিতে লিপ্ত আছে অথবা অতীতে লিপ্ত ছিল অথবা ভবিষ্যতে চুরি করার ইচ্ছা আছে তাই সে এমন সাফাই গেয়েছে।। উন্নয়নের যে গীত আমরা সকাল-বিকাল শুনি তাতে সিঙ্গাপুরের চেয়েও ভালো চিকিৎসা প্রত্যেকটা গলির মোড়ে মোড়ে থাকার কথা।। সরকারি নেতা আমলা মন্ত্রী উচ্চপদস্থ কর্মকর্তারা যদি জনগণের রক্তচোষা টাকা খরচ করে বিদেশে চিকিৎসা নিতে যায় তা হলে যে জনগণের টাকা তারা কি করবে।। এটা কিন্তু ভাবার সময় এসেছে।। দেশে মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রাখার প্রয়োজন আছে কিনা।। কারণ সামর্থ্যবানরা বিদেশে যাচ্ছে আর শ্রমিকের কোন ডাক্তার প্রয়োজন হয় না তাহলে এতো ডাক্তার তৈরি করে কি হবে।। ভাবা দরকার।।
স্ত্রীর চিকিৎসার্থে একজন পদস্থ সরকারি কর্মকর্তা বিদেশ যাবেন এটি নিয়েও যেভাবে আপনারা তির্যক মন্তব্য করছেন সেক্ষেত্রে মন্তব্যকারীরা একবারও ভেবে দেখেছেন? এতটা হেও করার জন্য মন্তব্যগুলো যথার্থ কিনা! নিজেদেরকে অন্যের জায়গায় দাঁড় করিয়ে মন্তব্য করুন তাহলে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
দেশ এত উন্নত হয়েছে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য কেন যেতে হবে?
শুনেছি হারুন সাহেব আমেরিকার সিটিজেন । আর যারা আমেরিকার সিটিজেন তাদের চিকিৎসা Helth Insurance এর মাধ্যমে বা অনেক কম খরচে হয়ে থাকে অনেক ক্ষেত্রে বিনা খরচে। হারুন সাহেব এটা জানেন না এমন নয়। তাহলে কেন সিঙ্গাপুরে.........?
Anyone can can go abroad for better treatment. DIG Harun ur Rashid is a patriot police officer. after qualifying BCS examination he joined Bangladesh police. Duly he started his basic training at police academy sardah. Before passing out BNP government dismissed him from his job without any reason. It was an illegal order. Later he filed a case in learned court. On the order of the court, he is reinstated in the police service. He is the only police officer who received the title of “Banglar Singham” Innocent people of Gazipur and Narayangonj still cry for him. Any subject should be looked at with a good perspective. He did not do anything to leave the country. He served only as an employee of the republic. No subject should be thought of with a level of negativity.
হারুন সাহেব পুলিশের কর্মকর্তা হিসাবে সুনামের চেয়ে দুর্নাম কামিয়েছেন বেশী । সরকারের প্রিয়ভাজন কর্মকর্তা হওয়ার কারনে তিনি কাউকে পাত্তা দেন না। অনেক অপকর্ম করার পরও শাস্তির বদলে পদোন্নতি পেয়েছেন। এমন নেগেটিভ ইমেজের কারনে তার ছুটি নিয়েও মানুষ উপহাস করে।
Wow! How does a cop afford to go to Singapore for medical treatment? He must have smell something.
He claimed himself as honest officer,now can he disclose his family expenditure & his salary.Still alive in our mind that he arrested son of partex group chairman leaving his duty area?
@Hanif Mohd Azam and অন্যান্য যারা হারুনের প্রতি symphathy দেখাচ্ছেন তাঁরা হয়ত জানেন না মিঃ হারুনের গত ৯ বছরের কির্তি, যদি জানতেন তাহলে হয়ত ওনার প্রতি এত Symphathy অন্তর থেকে আসত না।
His Visa Shouid be cancelled
হারুন সাহের সরকারি চাকরিজীবি এত টাকা কোথায় পাবে।উনি দাবি করেন সৎ কর্মকর্তা হিসেবে।টাকার উৎস কোথায়?দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা কিনা।
হারুন সাহেব খুব চমৎকার একটি ফর্মুলা করেছেন।যাক ঠিক মত ফিরে আসলেই হবে।
কত বড় অমানবিক হলে নির্দয় হলে একজন অসুস্থ ব্যক্তির চিকিৎসার বিষয়ে কুন্তব্য করে? ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গমনের জন্য ১৩ দিনের সরকারি ছুটি নিয়েছেন যা সম্পূর্ণ নিজ ব্যয় সাপেক্ষ। অথচ এই ১৩ দিনের ছুটিকে কেন্দ্র করে জনাব হারুন অর রশিদ ও বর্তমান সরকারকে নানাবিধ কুবাক্যের মাধ্যমে যথেষ্ট হেয় প্রতিপন্ন করে মন্তব্য করা হচ্ছে, আমি প্রবাস থেকেই ভেবে দেখার চেষ্টা করছি আমার প্রিয় বাংলাদেশে আজও কি এই ধরনের অমানবিক নির্দয় ব্যাক্তি বসবাস করে আসলে এরা কারা ? এদেরকে কি মানুষ বলা যায়? নিশ্চয়ই নয়, এদের মন্তব্যে মনে হয় এরা ক্ষমতার অলিন্দে পৌঁছে গেছে ওরা কামনা করছে "উলটপালট করে দে মা লুটেপুটে খাই" আমার তো মনে হয় দেশ প্রেমিক বাঙালিরা এখনো মরেনি এই লুটপাটের স্বপ্নচারী ব্যক্তিদের বাঙালি অনাশয়ে প্রতিহত করবে বলে আমার বিশ্বাস।
স্ত্রীর চিকিৎসার্থে একজন পদস্থ সরকারি কর্মকর্তা বিদেশ যাবেন এটি নিয়েও যেভাবে আপনারা তির্যক মন্তব্য করছেন সেক্ষেত্রে মন্তব্যকারীরা একবারও ভেবে দেখেছেন? এতটা হেও করার জন্য মন্তব্যগুলো যথার্থ কিনা! নিজেদেরকে অন্যের জায়গায় দাঁড় করিয়ে মন্তব্য করুন তাহলে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
সময় ফুরিয়ে আসছে তা আগে থেকে প্রসতুতি শুরু করেছে।
চিকিৎসার কথা বলে আমেরিকার টাকা সিঙ্গাপুর আনতে হবে না?
আমেরিকার ভিসা তো বাতিল।
হারুন সাহেব কি দেশে ফিরে আসবেন
গুরুত্বপূর্ণ জায়গাতে জব করেছেন। আর উনি ফেরেস্তা নন, অর্থ কামিয়েছেন বেশুমার তা বলদেও বুঝবে। পাচার কৃত অর্থ গোছগাছ করতে বউয়ের চিকিৎসার অচ্ছিলায় সিংগাপুর পাড়ি।
সিঙ্গাপুরের চিকিৎসা অত্যন্ত অত্যন্ত ব্যয়বহুল। সৎ চাকুরীতে এই অর্থ কিভাবে অর্জন ?
একজন সরকারি কর্মচারী বিদেশে চিকিৎসা করতে যাওয়ার মত এত টাকা কোথায় পেলো? টাকার উৎস কি? খোঁজ নেওয়ার মত কেউ কি আছে?
Just safe exit.
হারুন সাহেবের বিদেশে গিয়ে চিকিতসা নিয়ে যারা আবালের মতো মন্তব্য করছেন - উনি টাকা পাবে কই? ফিরে আসবে কিনা, হারুন সাহেব কিনতু যথাযত ভাবে সরকারী নিয়ম মেনেই বিদেশে যাচচে। উনি ফিরে আসার পর এই সব গুজব রটনা কারীরা মুখ কোথায় লুকাবেন?তারা কিনতু ভূলে যাচ্ছে একজন সাজা ভোগী আসামিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য এখনো কতো অনুনয়-বিনয়, আনদোলন, হুমকি / ধামকি চলতেছে।
দাল মে কুছ কালা হ্যায়!
নিবাচনে বাকী ছয় মাস এখনে যদি বিদেশ চলে হয় তাহলে উপর কি বলুন
এ ভাবে হয়তো অনেকেই যাবে কিন্তু আর ফিরে আসবে না!!
আমাদের সরকার এ বলে দেশ অনেক স্বয়ংসুম্পর্ন তাহলে সরকার বা সরকারি কর্মচারী রা বিদেশে চিকিৎসা করাতে যায় কেন? স্বয়ংসুম্পর্ণ কি দেশের গরিব manusher
সিঙ্গাপুরে সাবেক IGP বেনজির আহমেদ সাহেব আগে থেকেই অবস্থান করতেছে বলে জনগণ জানে ২+২ কত ?
পশ্চিমের হাওয়া পুবে আর পুবের হাওয়া পশ্চিমে বইতে শুরু করেছে। অবৈধ আওয়ামী লুটেরা দুর্নীতিবাজ জুলুমবাজ সরকারের হালুয়া রুটি ভক্ষন করা প্রশাসনিক হিংস্র হায়েনারা নিরাপদে পলায়ণের প্রক্রিয়া শুরু করেছে। গত দেড় দশকের অত্যাচারী নৃশংসতার দোষে দুষ্ট এসব কর্মকর্তা কর্মচারীর পাল একে একে আত্মগোপনে চলে যাবে। অত্যাচারীত নিপীড়িত জনগোষ্ঠির উচিত এদের গতিবিধি লক্ষ্যস্থানের প্রতি কঠোর নজরদারী রাখা।
সিঙ্গাপুরের চিকিৎসা অত্যান্ত ব্যয়বহুল। এই অর্থ কিভাবে অর্জন হলো আর কিভাবে সিঙ্গাপুরে চিকিৎসার অর্থ ডলার নেয়া হলো এটা জানা দরকার।
প্রেসিডন্ট যদি নাক একটু চুলকায় বলে চিকিৎসা নিতে সরকারী খরচে সিংগাপুর , লন্ডনে আত্তীয় স্বজন , গ্রামের লোকজন, ড্রাইভার বাবুরচী নিয়ে ঘুরে আসতে পারেন তা হলে হারুন কেন তার পকেটের টাকায় তা পারবেনা। ওদের কাছে পয়সা কোন ব্যাপারই না।
হারুন তাহলে কি দেশ ছেড়ে পালালো?
কিছু অপদার্থ বাংলাদেশীদের মন্তব্য পরে হাসি পায় । একজন উচ্চ পদস্থ কর্মকর্তা চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন কিন্তু অপদার্থরা কত রকম নেতিবাচক মন্তব্য লিখছে ।
বলা হয়েছে এই ব্যায়বহুল চিকিৎসা ভ্রমনের ব্যায় সরকার বহন করবে না তাহলে এত টাকা উনি পেলেন কোথায়? এভাবেই জাতি অন্ধকারে পড়ে আছে কিছুই জানতে পারছে না। এর অবসান দরকার। জাতি এখন অতিতে ফিরে যেতে চায় যা হারিয়েছে তা ফিরে পাওয়ার জন্য।
উনি পালাবেন
vacation ????
যাওয়া আসার প্লেন ভাড়া, হোটেলে থাকা খাওয়া সর্বোপরি সিঙ্গাপুরের মতো ব্যয়বহুল চিকিৎসা সেবা নিতে এতো টাকা তিনি পেলেন কোথায় জাতি জানতে চায়। উল্লেখিত বিষয়ে দুদকের কিছু বলার আছে কি❓
আমাদেরকে দেশের চিকিৎসা ব্যবস্থা বিশ্বমানের( সরকারি ভাষা ) তাহলে সরকারি চাকুরীজীবিরা বিদেশ যাবেন কেন?
মনে হয় গনেশ উল্টে যাওয়ার ইঙ্গিত পাইছে তাই আগে থেকেই পালাচ্ছে
কেউ চিকিৎসার জন্য স্ত্রী, সন্তানদের নিয়ে বিদেশ যাবেন আবার কেউ নিজ সন্তানদের দেশে ফিরিয়ে আনবেন এই টাও এক ধরনের কাউয়া কাউয়া খেলা।খেলা হবে, হবে খেলা।
চিকিৎসার ব্যয় কি সরকার বহন করছে?একজন সরকারী কর্মকর্তার আয় কত?
He will back definitely.He is not like Tarek Zia .
Mr Harun have dual citizenship Bangladesh and American. So he will no problem to go or stay as American citizen
He needs long leave. cause comming day he will be tired against BNP procession and movement.
পালাচ্ছে?
He won't back, very clever guy.
উনি কি ফিরে আসবেন?
চিকিৎসা নামে পালিয়ে যাওয়ার জন্য সরকার কোনো রাস্তা তৈরি করে দিচ্ছে নাতো ?
মনে হয় পালানো নতুন জায়গা খুজতে যাচ্ছে। আমেরিকার ভিসা তো বাতিল।
ব্যয়ভার বহনের উত্স কি?
it has started to take the line. he is intelligent and makes decisions very early. hopefully, we will see more.
He will require more of these vacation in coming days, weeks and months.
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে
এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত
এনডিটিভি'তে সাগরিকা সিনহা/ শেখ হাসিনার ধারণা, বাংলাদেশে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]