অনলাইন
কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে আটক জামায়াতের ৪ নেতা মুক্ত
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ২৯ মে ২০২৩, সোমবার, ৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫৮ পূর্বাহ্ন

কর্মসূচি পালনের অনুমতি চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে প্রবেশের সময় আটক জামায়াতের চার নেতাকে প্রায় দুই ঘণ্টা পর মুক্তি দেয়া হয়েছে। তারা হলেন, এডভোকেট সাইফুর রহমান, এডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, এডভোকেট আব্দুল বাতেন এবং এডভোকেট জালাল উদ্দীন ভূঁইয়া।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার জানান, ‘জামায়াতের বিভিন্ন নেতার নামে নানা মামলা রয়েছে। যারা এসেছিলেন, তারা কোনো মামলার আসামি কি না, তাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা যাচাই করতে কিছুটা সময় লেগেছিল। তাদের আবেদন রেখে দেয়া হয়। এরপর তারা চলে যান।’ তবে তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে কি-না প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দিতে রাজি হননি।
এরআগে প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ জানান, ‘কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ই জুন বায়তুল মোকাররমে সমাবেশ করার কথা রয়েছে জামায়াতের। এই সমাবেশের ব্যাপারে সহযোগিতার জন্য জামায়াতের পক্ষ থেকে কয়েকজন আইনজীবী ডিএমপির সদর দপ্তরে গিয়েছিলেন। সেখান থেকে তাদের আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়েছে।’ পরে জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে প্রতিনিধি দলের সদস্যদের মুক্তির কথা জানানো হয়।