অনলাইন
নির্বাচন ছাড়াই বর্তমান সংসদের মেয়াদ আরও ৫ বছর বাড়ানোর প্রস্তাব ঢাবি শিক্ষকের
অনলাইন ডেস্ক
(৪ মাস আগে) ২২ মে ২০২৩, সোমবার, ৩:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

নির্বাচন ছাড়াই বর্তমান জাতীয় সংসদের মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে নেয়ার প্রস্তাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন। প্রাকৃতিক দুর্যোগ কিংবা করোনার কারণ দেখিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মেয়াদ বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেন এই ঢাবি শিক্ষক। আজ ২২শে মে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক সমিতি আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই প্রস্তাব দেন তিনি। অধ্যাপক জামালউদ্দিন বলেন, আগামী ছয় মাস পরে জাতীয় নির্বাচন। যদিও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা করোনার কারণে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দরকার নাই। প্রধানমন্ত্রী চাইলেই জাতীয় সংসদে এই সংসদের মেয়াদ আরোও পাঁচ বছরের জন্য বৃদ্ধি করতে পারেন। না হয় অন্তত দুই বছর হলেও বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ঢাবির এই অধ্যাপক।
পাঠকের মতামত
কি আর লিখবো টপ টো বটম তো এই ভাবেই উনারা neug দিয়েসে। এখন তো বাহির হওয়ার কুনো রাস্তা নাই। মরণ কামড় দেয়ার চেষ্টা করে ও লাভ হবেনা। লোভে পাপ ,পাপে মির্তু ,এ প্রবাদবাক্য কখন ও মিথ্যা না। একটু অপেক্কা করুন। যারা আসবে তাদেরকে সতর্ক হয়ে থাকার অনুরুদ রহিল। প্রতিশুধ না নেয়া ভালো। ভালোবাসা দিয়ে জয় করতে হবে। হাতী শুইলে ও গোড়ার সমান। ভুল করে হাতির সাতে অন্যের পরামর্শে টক্কর দেয়ার ফল এখন ভুগেন। এখন ও ভালো চিন্তা করুন না হলে অনেক বিপদ শুধু আপনাদের জন্যনা ,সারা বাংলাদেশির জন্য দেশ বিদেশ এ সকলের জন্য। আল্লাহ বাংলাদেশিদের সহায় হউন। ameen
হায়রে ক্ষমতা কি সাধ?
Moner kotha mone rakhai valo chilo kakku.
সরকার এইবার প্রায় ৪০ হাজার শিক্ষার্থী পূর্ণ বিশাল ঢাকা বিশ্ববিদ্যালয়কে কত টাকা বাজেট দিয়েছে জানেন? মাত্র ৮৫৩ কোটি ৮০ লাখ টাকা এবং ২ হাজারের বেশি শিক্ষকদের জন্য গবেষণা খাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়েছে ১৫ কোটি টাকা। গত বছর সরকার ইউজিসির মাধ্যমে দিয়েছিল মাত্র ৭৮১ কোটি ৯৪ লাখ টাকা। এইবার ৭০ কোটি টাকা বেশি দিয়েছে। অথচ ভোট ছাড়া আরো ৫ বছর থাকার জন্যে সেই বিশ্ববিদ্যালয় এর এক অধ্যাপক রিকমেন্ডেশন দেয়।
শিক্ষক: বলতো আমার বয়স কত? জনৈক ছাত্র: ৫২ বৎসর হবে ছার। জবাব শুনে শিক্ষক অবাক হলেন। ছাত্রটি সঠিক বয়স জানল কিভাবে! শিক্ষক তা জানতে চাইলে বেজার বলল- " আমার বড় ভাই, তার বয়স ২৬। তবে হাফ পাগল। সূতরাং ফুল পাগলের বয়স দ্বিগুণ হবে। সেমতে আপনার বয়স তো ৫২ বছর ই হয় সয়ার।
মন্তব্য করে আবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা কোপালে জোটে কিনা,তাও একটু বলতেই হয়-------- বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজ কোথায় গিয়ে পৌঁছেচে তা এদের মতো শিক-কক এর বক্তব্য শুনে বুজা যাচ্ছে। এদের জন্যই তো আমরা আজকে ছাত্র সন্ত্রাসী লীগ নামে একটি সোনার সংগঠন পেয়েছি।
বিশ্ববিদ্যালয় সমূহের আচার্য বানানো হোক। জাতি আপনারে খুঁজছে (সুপারি কাটার জন্য)।
এক নাগারে চৌদ্দ বছর ক্ষমতার মধু খেয়ে এরা এখন চোখে শর্ষে ফুল দেখছে। ক্ষমতা ছাড়া কিছুই চিন্তা করতে পারছেনা। এই সরকার জয়বাংলা হবেই।
শিক্ষক জামাল উদ্দিন সাহেব, নিশ্চয়ই আপনি এখানে সাধারন মানুষের Comments গুলো পড়েছেন। কেমন অনুভব করছেন?
এসব শিক্ষকরা যেমন স্টুডেন্টদের জন্য লজ্জার। ঠিক তেমনি এই জাতির জন্যও। শিক্ষকদের একেক কথা হবে শিক্ষনীয় এবং দামী। অথচ এদের কথা শুনে এখন প্রশ্ন হচ্ছে এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলো কিভাবে?
মেয়াদ বৃদ্ধি করলেও যা নির্বাচন করলেও তা মাঝখানে কিছু টাকা খরচ হবে,,,।
হেসে উড়িয়ে দিলেই সব আশঙ্কা দূর হয়ে যায় না। আমি বিশ্বাস করি, পরিকল্পিতভাবেই আওয়াজটা ওঠানো হচ্ছে। টিকে থাকার একাধিক অপশনের মধ্যে একটি। আর এই লোকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় নিয়ে অনেককে উষ্মা প্রকাশ করতে দেখা যাচ্ছে! অথচ গত সাড়ে ১৪ বছরে ওর মতো আরও প্রায় দেড় হাজার প্রাণীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আরও কয়েক হাজারকে বসানো হয়েছে শিক্ষক হিসাবে। এসব মোটেই অপরিকল্পিত ছিল না।
জারয রাখালপুতররের তেলবাজির নূতন ফরমুলা আবিসকার।এই নব্য বাকশালি চামারটা চামচামি করে একদিনে কুখ্যাতির ষোল কলা পূরন করলো। তিরিশটির মতো বিখ্যাত গালি ঢাকার স্কুল জিবনে চর্চা ছিলো সবগুলি(চ, ম, হ ,এফ যুক্ত ) নিরবে দিলাম … এটা প্রকাশ যোগ্য নয় সচেতন পাঠকরা বুঝে নিবেন।
ব্যাগেজ গোছানো শেষ হয়নি মনে হয়, নাকি বেশি মজা পেয়েগেছেন কাকু!!!
এত বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন কি ভাবে ছিঃ ছিঃ ।
শিক্ষক হিসাবে উনি জাতির কলংক
প্রস্তাব ভালো, শেষ রক্ষা হবে কি...?
এসব শিক্ষকরা যেমন স্টুডেন্টদের জন্য লজ্জার। ঠিক তেমনি এই জাতির জন্যও। শিক্ষকদের একেক কথা হবে শিক্ষনীয় এবং দামী। অথচ এদের কথা শুনে এখন প্রশ্ন হচ্ছে এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলো কিভাবে?
হে তো দেখি ক্ষমতার সর্বোচ্চ তুমুল সাদ ও মজা পেয়েছে
মেয়াদ ছারা গাজা খাইছে
এরা ছাত্রদের কি শিক্ষা দিবে , যারা নিজেই সংবিধান বুঝে না ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি মস্তিষ্ক শূণ্য এই ভদ্রলোক শিক্ষক নামে কলঙ্ক যে দেশে এই ধরনের শিক্ষক আছে ঔ দেশে আর জ্ঞানহীন লোকের প্রয়োজন নাই। mad simply mad
এদের জন্য তেলের দাম এতো বাড়ছে তেল মন্ত্রণালয়ের সচিব বানানো উচিৎ।
mal kamaytache tai 5 years tak te cay .
এদের দিয়ে সুশিক্ষা কিভাবে আশা করা যায়? আমাদের সন্ডানরা যা -ও মানুষ এদের সান্নিধ্য সেটুকুও হারাবে।
এ ধরনের মানসিকভাবে অসুস্থ মানুষ যখন কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় তখন বুঝতে অসুবিধা হয় না এ বিশ্ববিদ্যালয়ের মান কোন পর্যায়ে নেমেছে।
এতো শিক্ষক নামের কলঙ্ক।এ ছাত্রদের কি পড়ায়
যতদূর মনে পড়ে আপনি সমগোত্রীয়দের সাথে মারামারি করেছিলেন। আরো বেশিদিন ক্ষমতায় থাকলে আপনাকে আওয়ামী সমর্থক শিক্ষকরা আবার আক্রমণ করতে পারে। তার চেয়ে সুস্থ মাথার মানুষেরা সুস্থ ইলেকশন চাইছে। এটা হয়ে যাওয়া ভাল নয় কি?
তখন অনেক ছোট সবুজসাথী নাটক ( জাহিদ হাসান) দেখতাম আর ভাবতাম জাহিদ হাসান এত বড় পাগল কোথায় ছিল? আর পরিচালক কোথায় থেকে আনছে? সেই কথা আজ মনে পড়লো এটাই বুঝি জাহিদ হাসানের বাপ,, হায়রে আমার দেশ এমন একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে কোথায় থেকে আসে এমন ডিগ্রিধারী। স্যার আপনার তো ঢাকা ১ আসনে নমিনেশন পাক্কা আর এবার বুঝি আমার কাদের চাচার দুর্দিন ঘনিষ্ঠ।
৫ বছর দেখতে দেখতেই চলে যাবে। বাড়াবেনই যখন আজীবন বাড়ান!! আপনি ঢা বি ' র শিক্ষক বিশ্বাস করতে কষ্ট হচ্চেনা। কারণ সব কিছুু পচে গলে শেষ
উনি আবাত সমাজ বিজ্ঞানে পড়ান। সর্বনাশা কথা।
যেমন মানুষ তেমনি মন্তব্য! এদের কাছ থেকে এর বেশী আসা করা বোকামি।
এদের মতো ঘাড়দের জন্য দেশের শিক্ষা ব্যাবস্থা ধ্বংস হয়ে গেলো।
উনি মনে হয় নির্বাচনকে ভয় পাচ্ছে।
ভাই/বোনেরা, সবাই এই সম্মানীত (?) সারকে গালমন্দ করতেছেন ক্যান ? বাক স্বাধীনতা র ফর্মুলা অনুযায়ী তিনি এটা বলতেই পারেন। তিনি হয়ত স্বপনে দেখেছেন এই প্রস্তাব পাস হবে, বর্তমান সরকার নতুন মেয়াদে ক্ষমতায় এসে এই সারকে ঢাবি’র ভিসি বানাবেন।
ওর ঘাড় ধরে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা উচিৎ।
অপেক্ষা করেন এই তেলবাজ নিশ্চিত আগামীতে আওয়ামী তেল মন্ত্রী....!
SANT TO MANTRAL HOSPITAL PABNA
This is freedom of speech.
এই তেলবাজ অসুস্থ লোকটাকে পাবনায় পাঠানো দরকার। এদেন মত চামছাদের জন্য শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট হচ্ছে।
স্টুপিড নাকি?
ঢাবি শিক্ষকগণ তো রিসার্চ এর টপিকস চুরি করে থাকে। তো এইটা ও একটা টপিকস হতে বা এখান থেকে একাধিক টপিকস (যেমন নির্বাচন কি, কোন দেশের জন্য নির্বাচন ফরজ আর কোন দেশের জন্য হারাম,প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে) বের করে গবেষণা করতে পারে। এইযে এই ব্যক্তি কত রাত গবেষণা করে এমন একটা ফর্মুলা বের করেছে।
I feel ashamed that i studied and taught in Dhaka University !
দূর্জন ব্যক্তি বিদ্যান হইলেও পরিতাজ্য।
ভাইজান অনেক সাহসীকতা দেখালেন। তবে এটুকু বলতে পারি ওনি আওলাইয়া গেছেন শিক্ষক নামের কলঙ্ক। একটা দেশে নির্বাচন কেন প্রয়োজন সেটা এই মাথা মোটা লোকটা হয়তো জানেইনা প্রচন্ড দলকানা ফাউল। আমরা জনগণ সুস্ঠু ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনে বিশ্বাসী। জনগণ যাকে চাইবে তিনিই এদেশকে পরিচালিত করবে এটাই তো গনপ্রজাতন্ত্র যার অর্থ হলো জনগণের সরকার। কারো ইচ্ছে কে প্রাধান্য দিয়ে নয়। বুঝিনা কোন সরকারই সুষ্ঠ নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চায়না। সবাই চায় যেকরেই হোক ক্ষমতায় থাকা এবং এর পরিনতি সকল রাজনৈতিক দলকেই ভুগতে হয়।
ছাগল।
খুব সুন্দর পরামর্শ দিচ্ছেন করোনা কালীন সময় আপনি কোথায় ছিলেন শিক্ষক সাহেব।
Please, don't take Dr. AKAM Jamal's comments on JS election seriously. He got release from Hemayetpur M. Hospital last week. Just pray for recovery of his mental abnormality. Otherwise, his students will be taught as his knowledge.
সব কিছু খারাপ ভাবে নিতে নেই!..একজন আদর্শ শিক্ষক। যিনি দেশ ও দেশের অর্থনীতি নিয়ে ভাবেন। পরামর্শটা খারাপ না! তবে ১০ বছরও হতে পারে। এতে হাজার হাজার কোটি টাকা বাঁঁচবে!অযথা খরচ থেকে দেশ রক্ষা পাবে। সেই সাথে বক্তাদের অন্তত আগামী ২০২৩/২৪ (নভেম্বর -জানুয়ারী) বছরের মাহফিল গুলো ঝুঁকিমুক্ত থাকবে।
এই শিক্ষক যে কথা বলছেন জ্ঞান শূন্য। দেশে হানাহানি শুরু হবে।
এই পাগল কে প্রাচ্চের অক্সফোর্ড ক্ষ্যাত টাকা বিশ্ব বিশ্ববিদ্যালয় এর শিক্ষিক মানতে পারছিনা মনে হয় পাবনা মেন্টাল হাসপাতাল ভর্তি হতে এসেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কি করে এই মন্তব্য করলেন।
উনি কি শিক্ষক নাকি দালাল
পাগলের সুখ মনে মনে।
এই জন্যই তো প্রাচ্যর অক্সফোর্ড নামে খ্যাত ঢাবির আজ এ অবস্থা । এর ব্যাক গ্রাউন্ড তদন্ত করা উচিত যদিও বর্তমান সরকার তা করবেনা । এই গান্ডু শিক্ষক নামে কলঙ্ক।
মামা বাড়ীর আবদার...
বিকৃত, পাগল কিভাবে শিক্ষক হলো?
ছাগল মার্কা শিক্ষক। দালালি করে ভাইরাল হওয়ার শখ।
এত বুদ্ধি নিয়ে ড: আ ক ম জামাল উদ্দিন আপনি ঘুমান কিভাবে?
নোবেল পুরষ্কার দেওয়া হউক।
শিক্ষক নামে বলদ
.......... Next VC
This is the quality of some UNIVERSITY TEACHERS OF DHAKA UNIVERSITY. He should be promoted as vice chancellor of ( cha,chomusa) DHAKA UNIVERSITY or Education Minister? After 12th November '1970 .why election held...?
Thou hast bitten by a mad dog! Heterey hagla kuttay kamraise!
EXCELLENT, FOREVER,
শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে দয়া করে আসুন। এই আখলাকের শিক্ষকদের কারণে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।
Dhaka University er agamir Upacharjo..............Darun Tel mara hoyeace
Sudu Hero Alom Er Dosh ?? Ekhon Ruchi kothey ??
যেনতেন নির্বাচনের চেয়ে এই প্রস্তাবটি ভালো! তাহলে ভোট নিয়ে আর কোন দোষারোপ করা যাবে না।
Dasha hortal nai kintu goto 40 year ja unnoyaon hoy nai gota 10 year tai hoyasa ----amra sadharon jonota amra gonotronto cai na dhasa unnoyon ar amadar nirapod ibon cai
প্রাকৃতিক দুর্যোগ বা করোনার কারণে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দরকার নাই। প্রধানমন্ত্রী চাইলেই জাতীয় সংসদে এই সংসদের মেয়াদ আরোও পাঁচ বছরের জন্য বৃদ্ধি করতে পারেন।---মনে হয় এই শিক্ষকের কেরিয়ারে দু-একটি ফার্স্ট ক্লাসও আছে, ওনাকে যারা ফার্স্ট ক্লাস দিয়েছেন এখন তাদের মেধা নিয়েওসন্দেহ হওয়া শুরু হলে আশ্চর্যের কিছু থাকবে না।
পাবনা হসপিটালে সিট খালি আছে। ভর্তি হয়ে আসেন। যতসব আজগবি কথা।
ওরা শুধু আমাদের পড়িয়েছেন, "দূর্জন ব্যক্তি বিদ্যান হইলেও পরিতাজ্য"। নিজে বিদ্যান হলেও মেপে দেখেননি সে কতটুকু ভালো ।
একচেটিয়া নির্বাচন থেকে এই প্রস্তাব অনেক ভালো।
এই সমস্ত পাচাটারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় কিভাবে? শিক্ষকতা বাদ দিয়ে চাটুকারের চাকুরি নিলে শাইন করবে নিশ্চিত।
আগে জানতাম পাগল জঙ্গলে থাকে এখন দেখি বিশ্ববিদ্যালয়েও থাকে
ইনি হচ্ছেন সেই শিক্ষক যে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছাত্রলীগের ক্যাডার থেকে শিক্ষকের খাতায় নাম লিখান। তাহলে পড়ান কিভাবে- তিনি প্রথম বর্ষের শিক্ষার্থীদের পুরো সিলেবাসটাকে ভাগ করে এ্যাসাইনমেন্ট দেন। এবং এই এ্যাসাইমেন্ট জমা দেওয়ার পর এটাকে ফলো করে ক্লাসে পড়ান। প্রথম কয়েক বছর এভাবে পড়িয়েছেন।
তার সার্টিফিকেট জাল, অনুগ্রহ করে অবিলম্বে তদন্ত করুন। অথবা যত তাড়াতাড়ি সম্ভব তাকে পাবনা পাঠান।
তুমাকে নোপেল দেওয়ার জোর দাবী জানাই
His certificate is fake, please investigate immediately. or send him pabna as soon as possible.
এই হচ্ছে আমাদের তথাকথিত শিক্ষিতো জাতি।
সত্তিই বিস্ময়কর, জাতির বিবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কি করে এই মন্তব্য করলেন, মানুষিক বিকৃতি ছাড়া প্রকাশ্যে এধরণের বিবৃতি সম্ভব নয়
বাহ,হায়রে সর্বোচ্চ জ্ঞান চর্চা কেন্দ্র! এই লোক খুব বড় সুবিধাতে আছেন বুঝা যায়।দুদক তার আয়ের খবর নেয়া দরকার।
Oil Doctorate..........
তৈলাক্ত বাঁশের উপর বসাইয়া দেও , ঠিক হইয়া যাবে।
এক কথায় মাতাল।
Other Country not free for the Natural Problem .
চাটুকারে দেশটা ভরে গেছে, আরো কত কি দেখতে হবে?
মেন্টাল হসপিটাল থেকে ছাড়া পেলেন কবে?
নির্বাচন না দিয়া আমাদের কিছু টাকা পয়সা দেন আমরা বিদেশে যাই আপনাদের জন্য রেমিটেন্স পাঠাই আর আমরা ৩ বেলা খেয়ে বাচি
এই যদি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকোর অবস্থা হয় রিক্সা ওয়ালার কি অবস্থা হবে
What they teach? What they learn? What they claim?
এরা হইলো বিশ্ববিদ্যালয়ের মাস্টার
Auto pass teacher. World MAD. This is DU production.
এই নিষ্ক্রিয় মস্তিষ্ক্রের লোক কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার দায়িত্বে থাকে। তেল মারতে মারতে দেশ তৈলাক্ত করার জন্য ইতিহাস তাদের আজীবন মনে রাখবে। এরা শিক্ষক জাতির কলণ্ক।
Erakom dalal marka techer er karonei deser sikhar ei karun obosta .
এটাই হোক।
Montobbo korte asini dekte aseci
মেন্টাল হসপিটাল থেকে ছাড়া পেলেন কবে?
কোন যোগ্যতায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হলেন? অদূর ভব্যিষতে এ জাতি আপনাকে খুঁজবে। সংবিধান অবমাননা কি রাষ্ট্রদ্রোহিতা নয়? অধ্যাপক সাহেবের বিচার এ সময়ে হবে না তবে ভব্যিষতে কি হবে তা সময়ই বলে দিবে।
Mad teacher
ঢাবির শিক্ষক বলে এই কথা! এ অটিস্টিক ব্যাটা শিওর চেতনা কোটায় নিয়োগ পাইসে।
প্রাকৃতিক দূর্যোগের কারণ দেখিয়ে ভদ্র লোককে অবসর দেওয়া হউক। যেহেতু তাঁর মস্তিষ্ক সক্রিয় নাই HE IS FULLY MAD.।
Kibhabe Somvab Ato Sunder Chinta Vabna Ber kora. Novel Dewoa Dorker.
Shame, shame & shame. He is the most talented teacher in DU.
এই লোকের মস্তিষ্ক বিকৃত ঘটেছে যত তারাতারি সম্ভব পাবনায় পাঠানো হোক।
এস্মার্ট বাংলাদেশের এস্মার্ট ছিক্কক
He needs to be admitted in Central mental hospital.
পাগল ছাগল মানসিক রুগি তোশামদ কারি এবং চাটুকারের দলে দেশ ছেয়ে গেছে।
পাগলাই কয় কি???
বিশ্ব পাগলদের কারখানায় আপনার মত জ্ঞানী ব্যাক্তির জন্ম কিভাবে হল সেটাই বুঝতে পারছিনা। তবে আপনি যা বলেছেন যথার্থই বলেছেন
বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক আছেন, যারা শ্রেণীকক্ষে পাঠদানে অনিহা কিন্তু রাজনীতিতে সরব। এদের ছাটাই করা উচিত।
শুধু ৫ বৎসর বাড়িয়ে কি লাভ, আমৃত্যু করলে সমস্যা কি ? ধন্যবাদ।
বাঁশের চেয়ে কঞ্চি দর -
এরা ছাত্রদের কি শিক্ষা দিবে , যারা নিজেই সংবিধান বুঝে না ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি মস্তিষ্ক শূণ্য।
The teacher!! He should get a Nobel Peace Prize for his great innovative idea!!!
প্রাকৃতিক দূর্যোগের কারণ দেখিয়ে ভদ্র লোককে অবসর দেওয়া হউক। যেহেতু তাঁর মস্তিষ্ক সক্রিয় নাই।
নতুন কিছু থাকলে বলবেন, আপনার প্রস্তাবের ভাত নেই
এ-ই প্রস্তাব দেওয়া জন্য তোমাকে নোবেল পুরষ্কার দেওয়া হউক।
শিক্ষক নামের কল*ঙ্ক
এরা কীভাবে শিক্ষক হয়।
Amar gramer school er Primary teacher howar joggoyata o tar nai.
দেশে পাগলের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
শিক্ষক তুমি মহান। তোমার জন্যই বাংলাদেশ।
ভাবি ভি,সি
আগামীর উপাচার্য
তোমার তুলনায় শুধুই তুমি , তুমি মহীয়ান , গরিয়ান , তুমি আসো যুগ যুগ পরে , ত্রাতা হয়ে জাতির মাঝে। তুমি দুরন্ত দুর্বার ভেঙ্গে কর চুরমার । জাতির এই অন্ধকার দিনে তুমিই আলোর দিশারী । এতদিন কোথায় ছিলে তুমি লুকিয়ে ?
এতোদিনে একজন দেশপ্রেমিক পেলাম, যার সাথে আমার মতামত মিলেগেলো । নির্বাচনের নামে হাজার হাজার কোটি টাকা খরচ করার কী দরকার যেখানে শান্তিপূর্ণ উপায়ে ভোট হওয়ার সম্ভাবন নেই । রাষ্ট্রের পয়সা অপচয় না করার এহেন সুন্দর প্রস্তাব দেওয়ার সক্ষমতা অর্জন করায়, পুরষ্কার স্বরূপ এই মহান শিক্ষককে অন্তত আগামীতে ঢাবি উপাচার্য করার প্রস্তাব করছি ।
নতুন সেফু দা কবে জোরালো?
আজীবন করা যায় ন?
তেল মারতে মারতে দেশ তৈলাক্ত করার জন্য ইতিহাস তাদের আজীবন মনে রাখবে। এরা শিক্ষক জাতির কলংক। ধিক তাদের প্রতি।
আমিও বিশ্ববিদ্যালয়ের চিন্তাশীল, সৃজনশীল, বুদ্ধিমান, বুদ্ধিজীবী মাস্টার মশাইয়ের সাথে একমত। দেশে একতরফা নির্বাচন করে কোটি কোটি টাকা খরচ না করে সরকারের এবং সংসদের মেয়াদ বাড়ানোই হবে উৎকৃষ্ট কৃচ্ছতাসাধন এবং সত্যিকার দেশপ্রেমিকের কাজ। এই ফর্মুলার জন্য জাতি আপনাকে স্মরনীয় করে রাখবে।
এই ভদ্রলোক শিক্ষক নামে কলঙ্ক যে দেশে এই ধরনের শিক্ষক আছে ঔ দেশে আর জ্ঞানহীন লোকের প্রয়োজন নাই
All are chamcha. now we do understand how he becomes a teacher of Dhaka University
তোমাদের নানার বাড়ি আবদার নাকি? জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে ক্ষমতাসীন লুটপাট আর দুর্নীতি কারনে সাধারণ জনগণের দুর্ভোগ ও দুর্ভিক্ষ চলছে আর তোমরা চাইতেছো আরো থাকুক,,,
অবিলম্বে তাকে আচার্য করা হউক
চাওনা! এমন আইডিয়া নিয়া উনি শিক্ষকতা করেন! উনার তো দুর্যোগ-বিষয়ক উপদেষ্টা হওয়া উচিত! যত্ত....
পাওয়া গেছে। এতদিন কোথায় ছিলেন? এক্কেবারে মনের কথা কইছেন!
ওয়াও
নির্বাচন ছাড়াই বর্তমান সংসদের মেয়াদ আরও ৫ বছর বাড়ানোর প্রস্তাব ঢাবি শিক্ষকের? অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন কেমন বুদ্ধিজীবী আমেরিকাকে ভয় দেখাচ্ছেন?উনার জানা উচিত বাংলাদেশ একটা দরিদ্র দেশ সাহায্য সহযোগিতা দরকার,তা করতে পারে উত্তর আমেরিকা,ইউরোপ,প্যাসিফিক,জাপান,দক্ষিণ কোরিয়া এবং মধ্যপ্রাচ্য দেশগুলি একটা জোট।তিনি শেখান ছাত্রদের!ডঃ মিজানুর রহমান সমাজ বিজ্ঞান শিক্ষক।আমার কাছে অধ্যাপক মনে হয়না!
কেন সংসদের মেয়াদ বাড়ানো দরকার সেই ব্যাখ্যা কি দিয়েছেন এই শিক্ষক? তিন তিনটি টার্ম ক্ষমতা ধারাবাহিকভাবে দখলে রাখার পরও কেন একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের মালিক জনগণের মতামত নেওয়া হবে না? অন্যদের ৫ বছরের কাজের তুলনায় ১৭/২০ বছরের কাজের ফিরিস্তি তৈরি করে নিজের শ্রেষ্ঠত্ব জাহিরের ধোঁকাবাজি করার জন্য?
He is Joybangla teacher. Bha well done future vc.
Bah!
খুবই সুন্দর প্রস্তাব! নোবেল কমিটির কাছে করজোড়ে মিনতি۔۔۔উনাদেরকে এবার একখান নোবেল যেন দেয়া হয়!
বাহ...এই না হলে শিক্ষক !!!?
he needs to get treatment
Smart guy. He will certainly get a promotion soon.
shameless teacher
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে
এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত
এনডিটিভি'তে সাগরিকা সিনহা/ শেখ হাসিনার ধারণা, বাংলাদেশে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]