অনলাইন
পোল্ট্রি খাতে ৫২ দিনে ৯৩৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২৪ মার্চ ২০২৩, শুক্রবার, ৮:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪৩ অপরাহ্ন

সরকারি তদারকি না থাকায় পোল্ট্রি খাতে হরিলুট চলছে বলে অভিযোগ করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন-বিপিএ। শুক্রবার সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছে, মুরগির উৎপাদন ব্যবস্থায় প্রান্তিক খামারিদের সরিয়ে গত ৫২ দিনে পুঁজিবাদী মাফিয়া চক্র ৯৩৬ কোটি হাতিয়ে নিয়েছে। সংগঠনটির দাবি, এ খাতের কর্পোরেট গোষ্ঠী ইচ্ছেমতো ফিড ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে দেয়, আর সেই দাম মেনে নিয়ে প্রান্তিক খামারি উৎপাদন করলে বাজারে দাম কমিয়ে দিয়ে লোকসানে ফেলা হয়। তাতে করে প্রান্তিক খামারিরা উৎপাদন থেকে ছিটকে পড়ছে। আবার খামারিরা উৎপাদনে না থাকলে ভোক্তাদের পকেট ফাঁকা করে দেয় ওইসব বড় কোম্পানি। বিপিএ’র পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রতিদিন ব্রয়লার মুরগির চাহিদা ৩৫০০ টন। প্রান্তিক খামারিদের উৎপাদন খরচ আগে কম থাকলেও এখন ১ কেজি উৎপাদনে খরচ পড়ে ১৬০ থেকে ১৬৫ টাকা, আর কর্পোরেট কোম্পানিদের উৎপাদন খরচ পড়ে ১৩০-১৪০ টাকা। কিন্তু পাইকারি পর্যায়ে বিক্রি হয়েছে সর্বোচ্চ ২৩০ টাকা পর্যন্ত। খামারিদের সংগঠনটি বলছে, প্রতিদিন যদি ২ হাজার টন সরবরাহ ধরে প্রতি কেজিতে ৬০ টাকাও অতিরিক্ত মুনাফা ধরা হয়, তবে একদিনে অতিরিক্ত মুনাফা হয় ১২ কোটি টাকা। ৩১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫২ দিনে সেই অতি মুনাফার পরিমাণ দাঁড়ায় ৬২৪ কোটি টাকা।
পাঠকের মতামত
চেতনা থাকলে লুটপাট করা জায়েজ আছে। এইসব চেতনাধারী লুটপাটকারীদের গণধোলাই দেয়ার সময় এসে গেছে।
হের পরেও পাবলিক বলবে আওয়ামী লীগ বালানা।
সর্বাংগে ব্যাথা ঔষধ দেবে কোথা। রাষ্ট্রের অবস্থা হয়েছে তাই। যে রাষ্ট্রের সমস্ত সেক্টরে দুর্নীতি আর লুটপাট সেই রাষ্ট্রের মেরামত করাও একটি কঠিন কাজ। সোনার দেশটাকে যারা এই অবস্থায় নিয়ে আসলেন তাদের বিচার ও একটি কঠিন কাজ। তবে তা শুধু পারেন একজনেই। কিন্ত লুটেরা এই বিচারে বিশ্বাসী নয় যদিও তা তরিত অথবা দেরিতে হয়েই থাকে। তা দেখার জন্য ভুক্তভোগীদের কেহ বেচে থাকেন আবার কেহবা না দেখেই চলে যান।