ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

রমজানে যেমন প্রস্তুতি মুসলিম বিশ্বের

মানবজমিন ডেস্ক
২৪ মার্চ ২০২৩, শুক্রবার
mzamin

বিশ্বজুড়ে শুরু হয়েছে রহমত, বরকত আর নাজাতের মাস মাহে রমজান। টানা একমাস মুসলিমরা দিনে সব রকম পানাহার থেকে বিরত থেকে মহান আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন। প্রতিটি দেশে দেশে মুসলিমরা এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে শুরু করেছেন রোজা রাখা। অনেক মানুষ ইবাদতে মগ্ন হচ্ছেন। বেশির ভাগ মুসলিম পবিত্র কোরআন তেলাওয়াত করছেন বেশি বেশি। কেউবা দাতব্য সংস্থায় দান করছেন। গরিব, দুঃখীদের মাঝে অন্ন, বস্ত্র, নগদ অর্থ দান করছেন। আর সন্ধ্যায় এশার নামাজের সঙ্গে আদায় করছেন তারাবি নামাজ। এ জন্য ফিলিস্তিনি একটি বালিকাকে দেখা গেছে জেরুজালেম ওল্ড সিটিতে অবস্থিত আল আকসা মসজিদ চত্বর বড়দের সঙ্গে পরিষ্কার করতে। ইন্দোনেশিয়াতে নারীরা দলবেঁধে আদায় করছেন তারাবি।

বিজ্ঞাপন
ইয়েমের রাজধানী সানায় গ্রান্ড মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন মুসলিমরা। রমজান উপলক্ষে মিশরের রাজধানী কায়রোতে বিচিত্র সব খেজুরের পসরা সাজিয়ে বসেছেন কেউ কেউ। মাহে রমজানকে স্বাগত জানিয়ে লেবাননের সিডনে শোকরানা র‌্যালি বের করেছে শিশুরা। ব্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের করাচিতে সেমাই তৈরির কারখানাগুলো। সোমালিয়ার মোগাদিসুতে সমাহার করা হয়েছে বিপুল পরিমাণ তরমুজ। তবে সবকিছুর উপরে আছে মুসলিমদের আত্মশুদ্ধির দৃঢ় প্রত্যয়।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ায় মৃতের সংখ্যা ১৪৩, সব অপরাধী গ্রেপ্তার/ যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি কানে তোলেননি পুতিন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status