ভারত
পাঁচদিনেও ধরা পড়েনি খালিস্তানি বিদ্রোহী অমৃতপাল
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

কলকাতার জনারণ্যে আশ্রয় নিতে পারে পাঞ্জাব থেকে পলাতক ওয়ারিশ পাঞ্জাব দে নেতা অমৃত পাল সিং। পাঞ্জাব পুলিশের এই বার্তার পর নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। তারা সজাগ নজর রেখেছে কলকাতার প্রায় সব কটি গুরুদ্বারের ওপরে। কর্পূরের মতো যেন উবে গেছেন অমৃতপাল। ১৮ মার্চ পুলিশ তাকে ধাওয়া করছে বুঝতে পেরে প্রথমে তিনি একটি মার্সিডিজ, পরে একটি সাধারণ এসইউভি এবং সবশেষে একটি বাইকে করে চম্পট দেন। বাইকটিকে দাদপুরের জঙ্গলের ধারে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও অমৃতপালের হদিস মেলেনি। পাঞ্জাব পুলিশের আইজি সুখবির সিং চেন অমৃত পাল এবং তাঁর সংগঠনের সঙ্গে পাকিস্তান মদতপুষ্ট আইএসআই-এর যোগসূত্র অস্বীকার করেননি। তিনি বলেছেন, অমৃত পালের ভারতের কোনও বড় শহরে লুকিয়ে থাকার কথা যেমন অস্বীকার করা যায় না তেমনই তিনি বিদেশে পালিয়ে গেছেন কিনা সেটাও সন্দেহের অতীত নয়। ইতিমধ্যে অমৃত পালের সমর্থনে ব্রিটেনে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রঞ্জিত সিং নামে পাঞ্জাবের এক গুরুদ্বারের প্রধান জানিয়েছেন যে, তাঁর গুরুদ্বারে অমৃত পাল এসেছিলেন।