ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

ভারত

পাঁচদিনেও ধরা পড়েনি খালিস্তানি বিদ্রোহী অমৃতপাল

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(২ বছর আগে) ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

mzamin

কলকাতার জনারণ্যে আশ্রয় নিতে পারে পাঞ্জাব থেকে পলাতক ওয়ারিশ পাঞ্জাব দে নেতা অমৃত পাল সিং। পাঞ্জাব পুলিশের এই বার্তার পর নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। তারা সজাগ নজর রেখেছে কলকাতার প্রায় সব কটি গুরুদ্বারের ওপরে। কর্পূরের মতো যেন উবে গেছেন অমৃতপাল। ১৮ মার্চ পুলিশ তাকে ধাওয়া করছে বুঝতে পেরে প্রথমে তিনি একটি মার্সিডিজ, পরে একটি সাধারণ এসইউভি এবং সবশেষে একটি বাইকে করে চম্পট দেন। বাইকটিকে দাদপুরের জঙ্গলের ধারে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও অমৃতপালের হদিস মেলেনি। পাঞ্জাব পুলিশের আইজি সুখবির সিং চেন অমৃত পাল এবং তাঁর সংগঠনের সঙ্গে পাকিস্তান মদতপুষ্ট আইএসআই-এর যোগসূত্র অস্বীকার করেননি। তিনি বলেছেন, অমৃত পালের  ভারতের কোনও বড় শহরে লুকিয়ে থাকার কথা যেমন অস্বীকার করা যায় না তেমনই তিনি বিদেশে পালিয়ে গেছেন কিনা সেটাও সন্দেহের অতীত নয়। ইতিমধ্যে অমৃত পালের সমর্থনে ব্রিটেনে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রঞ্জিত সিং নামে পাঞ্জাবের এক গুরুদ্বারের প্রধান জানিয়েছেন যে, তাঁর গুরুদ্বারে অমৃত পাল এসেছিলেন। পোশাক ও পাগড়ি বদল করে চলে যান। পাঞ্জাব পুলিশ  অমৃত পালের স্ত্রী কিরণ জিৎ কাউরকেও জিজ্ঞাসাবাদ করেছে। এই কিরণ জিৎ লন্ডন প্রবাসী শিখ। বলা হচ্ছে যে ব্রিটেনে নিষিদ্ধ বব্বর খালসা গ্রুপ-এর সদস্য এই কিরণ জিৎ। সেখানেই অমৃতপালের সঙ্গে পরিচয় ও ফেব্রুয়ারিতে দুজনের বিয়ে হয়। পুলিশ কিরণ জিৎ এর আকাউন্টও খতিয়ে দেখছে। তবে, জলজ্যান্ত একটা মানুষ কিভাবে উধাও হয়ে গেল তাই নিয়ে দ্বন্দ্বে পুলিশ।            
 

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status