অনলাইন
৪৮ বছর ধরে সংগ্ৰাম করে সন্তানের দেহাবশেষ ফিরে পেলেন ক্যান্সার আক্রান্ত মা
মানবজমিন ডিজিটাল
(১ সপ্তাহ আগে) ১৮ মার্চ ২০২৩, শনিবার, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন

৪৮ বছর পরে গুরুতর অসুস্থ মায়ের কাছে তার শিশু সন্তানের দেহাবশেষ ফিরিয়ে দেয়া হলো। লিডিয়া রিডের ছেলে গ্যারি ১৯৭৫ সালে মারা যায় যখন তার বয়স ছিল মাত্র এক সপ্তাহ। মা জানতেন তার সন্তানের দেহকে সমাধিস্থ করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে - পাঁচ বছর আগে এডিনবার্গে বসবাসকারী লিডিয়ার সন্তানের দেহ কফিন থেকে বের করা হয়েছিল এবং দেখা গেছে এর ভিতরে কোনো মানুষের দেহাবশেষ নেই। আসলে এডিনবার্গ রয়্যাল ইনফার্মারিতে শিশুটির অঙ্গ এবং শরীরের অন্যান্য অংশ সংরক্ষিত ছিলো। এখন সেসব তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। লিডিয়ার শরীরে দানা বেঁধেছে অন্ত্রের ক্যান্সার। শেষ পর্যন্ত ছেলের দেহাবশেষ হাতে পাবার পর সন্তানের সম্মানজনক অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করতে পেরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন লিডিয়া। তিনি বিবিসি স্কটল্যান্ডকে বলেছেন: ‘সন্তান হারানোর আঘাতটি ভয়ঙ্কর ছিল। এখন আমি নিশ্চিন্ত অন্তত মৃত্যুর আগে ছেলেকে শান্তিতে সমাধিস্থ করতে পারবো।' স্কটল্যান্ডের হাসপাতালগুলি কীভাবে গবেষণার জন্য মৃত শিশুদের দেহের অংশগুলিকে সংরক্ষণ করে রেখেছে তা প্রকাশ করার জন্য লিডিয়া একটি প্রচারাভিযানের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব।
সূত্র : metro.co.uk