ভারত
মহারাষ্ট্রের গ্রামে যে কারণে প্রতিদিন দেড়ঘণ্টা মোবাইল ফোন বন্ধ থাকবে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ৪ মার্চ ২০২৩, শনিবার, ১০:৩৪ পূর্বাহ্ন
পথ দেখালো ভারতীয় সংবিধান রচয়িতা বাবা আম্বেদকরের গ্রাম। মহারাষ্ট্রের কোলাপুরের মনগাঁওতে ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের দিন থেকে সন্ধ্যায় মোবাইল ফোন সুইচড অফ থাকবে। চলবে না কোনো টেলিভিশনও। এই দুটি মাধ্যম সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে বলে এমন ব্যবস্থা নিয়েছে গ্রামটির পঞ্চায়েত। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই দুটি মাধ্যম বন্ধ থাকবে গ্রামে। ওই সময়টায় গ্রামের বয়স্করা পারস্পরিক মেলামেশা করবেন। পড়ুয়ারা পড়াশোনা করবে। পঞ্চায়েত প্রধান রাজু ম্যাডগিল জানিয়েছেন যে, প্রথমদিকে বিষয়টি ঐচ্ছিক থাকবে এবং নির্দেশ ভাঙলে জরিমানা করা হবে। পরপর পাঁচবার নির্দেশ অমান্য করলে সেই পরিবারের প্রাপ্য পঞ্চায়েত অনুদানে কাটছাঁট করা হবে। রাজুর মতে, সন্ধ্যায় মোবাইলে কথা বলা কিংবা টিভি দেখা বন্ধ হলে সাংস্কৃতিক আদান প্রদান বাড়বে।