ভারত
ভারতীয় সুপ্রিম কোর্টের প্রশ্ন
অপরাধীরা কীভাবে মন্ত্রী হয়ে যাচ্ছেন?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৫ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৪ অপরাহ্ন

ভারতীয় সুপ্রিম কোর্ট নোটিস পাঠালো কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে- কীভাবে অপরাধীরা সংসদ সদস্য হচ্ছেন, কীভাবেই বা তারা মন্ত্রী হয়ে যাচ্ছেন? বিচারপতি কে জোসেফ এবং বিভি নাগরত্নমের ডিভিশন বেঞ্চ আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের আনা একটি জনস্বার্থ মামলায় এই নোটিস জারি করেছেন। অশ্বিনী উপাধ্যায় তার হলফনামায় বলেছেন, দেশের চলতি নিয়ম অনুযায়ী কারও বিরুদ্ধে আইনগত কোনও অভিযোগ থাকলে তিনি সরকারি চাকরির যোগ্য বলে বিবেচিত হন না, এমনকি পিওনের চাকরিও পান না, কোনও সরকারি কর্মী অপরাধী সাব্যস্ত হলে তার চাকরি যায়। অথচ নির্বাচনে জিতে এসে একজন অপরাধী সাংসদ হন, মন্ত্রী হন। এই বৈষম্য কেন? অশ্বিনী উপাধ্যায়ের এই আবেদনের পর বিচারপতিরা নড়ে বসেন। স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠানো হয়। নির্বাচন কমিশন এর কাছে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে, নির্বাচনে লড়ার ন্যূনতম যোগ্যতা কী?