ভারত
শেয়ারে ফের পতন, আদানিদের মামলার শুনানি আজ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩৭ পূর্বাহ্ন

বাজারের ঋণ শোধ দেয়ার ব্যাপারে আদানিরা সক্রিয় হওয়ার পর তাদের শেয়ার দরে একটু হলেও ঊর্ধ্বমুখীতা দেখা গিয়েছিল। কিন্তু আবার শেয়ার পড়তে শুরু করেছে আদানিদের। ১১ শতাংশ শেয়ার বৃহস্পতিবার পড়েছে তাদের। ২০টি মিউচুয়াল ফান্ড আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করেছে। এবং তাদের লগ্নির পরিমাণ ২৩ হাজার কোটি টাকা। এই তথ্য সামনে আসতেই আবার শেয়ার পতন শুরু হয়েছে। আদানি পোর্টে সাত হাজার দু’শ কোটি টাকা এবং অম্বুজা সিমেন্টে ছ হাজার কোটি টাকা লগ্নি করেছে মিউচুয়াল ফান্ডগুলো।
এদিকে এদিন এলআইসি’র চেয়ারম্যান গ্রাহকদের অর্থ সুনিশ্চিত আছে জানিয়েও আদানিদের কাছে কৈফিয়ত তলব করার কথা ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অভিযোগ এনেছেন যে, কেন্দ্রের বিজেপি সরকার এলআইসি, ব্যাংক সব বেচে দিচ্ছেন। এই প্রেক্ষিতে দুই আইনজীবী এমএল শর্মা ও বিশাল তেওয়ারির আনা মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুরের বেঞ্চে। দুই আইনজীবীর অভিযোগ, হিন্ডেনবার্গ রিপোর্টের কোনও সত্যতা নেই। এটি ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত। তারা দাবি করেছেন, হিন্ডেনবার্গ-এর হাতে আদানিদের বিরুদ্ধে কোনও প্রামাণ্য তথ্য নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভার মতোই রাজ্যসভাতেও আদানিদের বিষয়ে কোনো মন্তব্য করেননি। বরং তিনি কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন, নেহেরু -ইন্দিরা দেশকে ছ দশক পিছিয়ে দিয়েছেন। ইন্দিরা গান্ধী পঞ্চাশবার রাজ্য সরকার ভাঙতে বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেছেন। ওদের জানা উচিত যে, এবারও কাদা জলে পদ্ম ফুটবে।