ভারত
মোদি আদানি প্রসঙ্গ এড়িয়ে যাওয়ায় নাখোশ রাহুল
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ৯ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২২ পূর্বাহ্ন

জবাবি ভাষণে রাহুল গান্ধী সম্পর্কে চোখাচোখা শব্দবান থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ৭৫ মিনিটের বক্তব্যে গৌতম আদানি সম্পর্কে একটি কথাও না বলায় খুশি হতে পারেনি কংগ্রেস। রাহুল গান্ধী স্বয়ং বলেছেন, প্রধানমন্ত্রী আদানিকে বাঁচাবার চেষ্টা করে গেছেন আগাগোড়াই। তাই তিনি তার নাম নেননি।
এদিকে লোকসভার কার্যবিবরণী থেকে মোদি-আদানি প্রসঙ্গে রাহুলের কথা কিছু বাদ দেয়ায় কংগ্রেস দাবি করেছে যে, ভারতে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। মোদি সযতনে আদানি প্রসঙ্গ এড়িয়ে রাহুল গান্ধী ও গান্ধী পরিবারকে আক্রমণ করছেন।
এদিকে ২৪ জানুয়ারি হিনডেনবার্গ রিপোর্ট প্রকাশ হওয়ার ১৬ দিন পর প্রথমবার বাজারে একটু তেজি হলো আদানিদের শেয়ার। যদিও আগের মূল্যের থেকে মোট শেয়ারমূল্য পড়েছে ৪০ শতাংশ তবু, আদানি এন্টারপ্রাইজ ২০ শতাংশ, আদানি পোর্ট আট শতাংশ, আদানি ট্রান্সমিশন, আদানি পাওয়ার, আদানি উইলমার এবং এনডিটিভি’র শেয়ারে পাঁচ শতাংশ ঊর্ধ্বমুখীতা দেখা গেছে। এসিসি সিমেন্ট, আদানি গ্রিন, আদানি টোটালে এখনও কিন্তু নিম্নমুখীতা। ২৪ জানুয়ারি বাজার বন্ধের সময় আহমেদাবাদের আদানি এন্টারপ্রাইজের শেয়ারমূল্য ছিল তিন হাজার ৪৪৩ টাকা। হিনডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর এই দর পড়ে যায় এক হাজার ৭৭ টাকায়।