ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

ভারত

ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্কে ত্রাণ সামগ্রীর প্রথম চালান পাঠালো ভারত

মানবজমিন ডিজিটাল

(২ বছর আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৫:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫১ অপরাহ্ন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  কার্যালয় থেকে ঘোষণার কয়েক ঘণ্টা পর ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান ভূমিকম্প কবলিত  তুরস্কে  ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছে । বিমানে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের এক বিশেষজ্ঞ দলকেও পাঠানো হয়েছে। এছাড়াও রয়েছে উচ্চ-দক্ষতা সম্পন্ন  ডগ স্কোয়াড, চিকিৎসা সরঞ্জাম, উন্নত ড্রিলিং সরঞ্জাম এবং অন্যান্য ত্রাণ সামগ্রী । ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম  বাগচি টুইট করে জানিয়েছেন, ''ভারতের মানবিক সহায়তা এবং  ভূমিকম্পের ত্রাণ সামগ্রীর ১ম ব্যাচ তুর্কির উদ্দেশ্যে রওনা হয়েছে, এনডিআরএফ -এর উদ্ধারকারী দল, বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর , চিকিৎসা সরবরাহ, ড্রিলিং মেশিন এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামও বিমানে রয়েছে। ''এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুরস্কের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি কর্মকর্তাদের ভূমিকম্পের পরের পরিস্থিতি মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দেন, এই ভূমিকম্প কয়েক হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে । আহত হয়েছেন ১৫,০০০। হতাহতের সংখ্যা এর বহু গুণ বাড়তে পারে বলে আশঙ্কা।ভারতে তুর্কি রাষ্ট্রদূত ফিরাত সুনেল ভারত সরকারের সহায়তার প্রস্তাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে "একজন বন্ধু প্রকৃতপক্ষে একজন বন্ধুই হয় "।তিনি একটি তুর্কি প্রবাদও উল্লেখ করেছেন, "দোস্ত কারা গুন্ডে বেলি ওলুর", যার অর্থ "প্রয়োজনে বন্ধু  একজন বন্ধুর পাশে দাঁড়ায় "।সোমবার তুরস্ক এবং সিরিয়া সীমান্ত ঘেঁষা অঞ্চলে  প্রবল ভূমিকম্পের জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে অসংখ্য ঘরবাড়ি। হাজার হাজার বাসিন্দার প্রাণহানি হয়েছে। আকাশে -বাতাসে এখন শুধুই  কান্নার রোল।

সূত্র : এনডিটিভি

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status