ঢাকা, ১ এপ্রিল ২০২৩, শনিবার, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৯ রমজান ১৪৪৪ হিঃ

বিশ্বজমিন

ভূমিকম্পের ভয়াবহতার মধ্যেও তুরস্ক-সিরিয়া সীমান্তে যুদ্ধ অব্যাহত

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৪:১০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫৬ পূর্বাহ্ন

mzamin

ভূমিকম্পে মাটির সঙ্গে মিশে গেছে তুরস্ক ও সিরিয়ার বিশাল অংশ। শোকে কাঁদছে মানুষ। ভয়াবহ ঠাণ্ডায় জীবিতদের করুণ দশা।  বিশ্ব মানবতা হতবিহ্বল সেখানকার ভয়াবহতায়। নিহতদের স্মরণে জাতিসংঘের সাধারণ পরিষদে এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে। বিভিন্ন দেশ থেকে পাঠানো হচ্ছে সহায়তা ও উদ্ধারকারী দল। কিন্তু এই কঠিন করুণ পরিণতির পরও সশস্ত্র ওয়াইপিজি ও পিকেকে গ্রুপের বিরুদ্ধে যুদ্ধ থেকে নিবৃত করতে পারেনি তুরস্ককে। অনলাইন আল জাজিরা লিখেছে, তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলে হতাহতদের উদ্ধারে হাজারো মানুষ যখন ব্যস্ত, তখন অভিন্ন সীমান্তে যুদ্ধ বন্ধ হয়নি। মঙ্গলবার তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওয়াইপিজি এবং পিকেকে নামের সশস্ত্র গ্রুপ রকেট হামলা করেছে। এর জবাবে তাদেরকে টার্গেট করেছে তুরস্ক।

বিজ্ঞাপন
সিরিয়ার সঙ্গে সীমান্ত এলাকায় এই হামলা করা হয়েছে। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তুরস্কের দক্ষিণের প্রদেশ কিলিসে অনকুপিনার সীমান্ত পোস্টের কাছে একটি এলাকায় সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চল তাল রিফাত থেকে বহু রকেট হামলা চালিয়েছে এসব গ্রুপ। তবে এতে তুরস্কের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status