বিশ্বজমিন
ভূমিকম্পের ভয়াবহতার মধ্যেও তুরস্ক-সিরিয়া সীমান্তে যুদ্ধ অব্যাহত
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৪:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৬ পূর্বাহ্ন

ভূমিকম্পে মাটির সঙ্গে মিশে গেছে তুরস্ক ও সিরিয়ার বিশাল অংশ। শোকে কাঁদছে মানুষ। ভয়াবহ ঠাণ্ডায় জীবিতদের করুণ দশা। বিশ্ব মানবতা হতবিহ্বল সেখানকার ভয়াবহতায়। নিহতদের স্মরণে জাতিসংঘের সাধারণ পরিষদে এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে। বিভিন্ন দেশ থেকে পাঠানো হচ্ছে সহায়তা ও উদ্ধারকারী দল। কিন্তু এই কঠিন করুণ পরিণতির পরও সশস্ত্র ওয়াইপিজি ও পিকেকে গ্রুপের বিরুদ্ধে যুদ্ধ থেকে নিবৃত করতে পারেনি তুরস্ককে। অনলাইন আল জাজিরা লিখেছে, তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলে হতাহতদের উদ্ধারে হাজারো মানুষ যখন ব্যস্ত, তখন অভিন্ন সীমান্তে যুদ্ধ বন্ধ হয়নি। মঙ্গলবার তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওয়াইপিজি এবং পিকেকে নামের সশস্ত্র গ্রুপ রকেট হামলা করেছে। এর জবাবে তাদেরকে টার্গেট করেছে তুরস্ক।