ঢাকা, ২৫ মার্চ ২০২৩, শনিবার, ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

ভারত

প্রধানমন্ত্রী মোদির বিদেশযাত্রা নিয়ে প্রশ্ন

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ মাস আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ১১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

mzamin

দ্বিতীয়বার ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১বার বিদেশযাত্রা করেছেন। এর জন্যে রাজকোষ থেকে ব্যয় হয়েছে ২২ কোটি ৭৬ লক্ষ টাকা। এই তথ্য জানিয়েছেন বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ।
২০২১ সালে মোদি শুধু বাংলাদেশ সফরে যান প্যান্ডেমিকের কারণে, ২০২২-এর দুই মে থেকে চার মে’র মধ্যে তিনি জার্মানি,  ডেনমার্ক ও ফ্রান্স সফরে যান। এই বছরই তিনি জাপান যান তিনবার, সংযুক্ত আরব আমিরশাহী ও আমেরিকায় দু’বার করে। এই সময়ের মধ্যে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সাতবার বিদেশ সফর করেছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু করেছেন একবার। ব্যয় হয়েছে ছ কোটি ২৪ লক্ষ টাকা।  ২০১৫ সাল থেকে মোদির বিদেশ সফর শুরু হয়। ২০১৫-১৯ এই চার বছরে মোদি ৫৮টি দেশ সফর করেন। ব্যয় হয় ৫১৭ কোটি ৮২ লক্ষ টাকা। 
তখনও প্রশ্ন উঠেছিল, এখনও উঠছে যে, সদ্য প্রগতিশীল একটি দেশের প্রধানমন্ত্রীর এত বিদেশ সফর কেন? বিশেষ করে দেশের অধিকাংশ মানুষ যখন দারিদ্রসীমার নিচে। মোদি ঘনিষ্ঠদের মতে, ভারতের ভাবমূর্তি তুলে ধরার জন্যই বিদেশ সফরের দরকার আছে।

বিজ্ঞাপন
 বিরোধীদের বক্তব্য, যে দেশের লোক খেতে পায় না সেই দেশের প্রধানমন্ত্রীর বিদেশে ভাবমূর্তি বাড়িয়ে লাভ কী?

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status