ভারত
যোশীমঠের ভিটেমাটি হারা বাসিন্দাদের ক্ষতিপূরণ মাত্র দেড় লাখ!
বিশেষ সংবাদদাতা
(২ বছর আগে) ১২ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫৯ অপরাহ্ন

যোশীমঠের নরসিং মন্দিরের ঘণ্টাধ্বনি আর থামছেই না। মন্দির চত্বরে শুধু সব হারানো মানুষদের আর্তি- মানুষের করা ভুল যদি সংশোধন করতে পারেন পাথরের বিগ্রহ। ভুল তো বটেই। বিশেষজ্ঞদের সমীক্ষায় দেখা গেছে, ২০২০ সালে জুলাই থেকে ২০২২ সালে মার্চ পর্যন্ত প্রতি বছর যোশীমঠের মাটি বসে যাচ্ছিল সাড়ে ছয় সেন্টিমিটার অর্থাৎ প্রায় আড়াই ইঞ্চি করে। কেন্দ্রীয় সরকারকে অবহিত করা হয় এই ব্যাপারে। কিন্তু, মোদি সরকারের ঘুম তাতে ভাঙেনি। ঘুম ভাঙলো তখন যখন গোটা যোশীমঠই বিপন্ন। চারিদিকে হাহাকার। যোশীমঠ বাসের অযোগ্য ঘোষিত হয়েছে। বাসিন্দাদের দেড় লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। ক্ষোভের আগুন এখন যোশীমঠ জুড়ে। ভিটেমাটি হারানোর এই কি ক্ষতিপূরণ? এক হোটেল মালিক বললেন, চাই না এই ভিক্ষের দান। আমাদের মাথার ওপরে ছাদ দেয়া হোক। আরেক বাসিন্দার বক্তব্য, জায়গাটা যে বিপজ্জনক হয়ে উঠছে তা দেখার দায়িত্ব কার ছিল? যোশীমঠ জুড়ে এখন কান্নার রোল। বসতবাড়ি মাটির তলায় চলে যাচ্ছে। অসহায় মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছে। সময়ে ব্যবস্থা নিলে আচম্বিত এই অভিশাপ নেমে আসত না। প্রকৃতির হাতে খেলার পুতুল হতে হতো না মানুষকে।