ভারত
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন ঠিকানা কলকাতার লোয়ার লাউডন স্ট্রিট
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ১২:১১ অপরাহ্ন

একদিকে পুলিশ কমিশনারের বাংলো, অন্যদিকে পার্কমাট। ছায়া সুশীতল শান্তির নীড়। কলকাতার মধ্যেও অন্য কলকাতা। এই লোয়ার লাউডন স্ট্রিটের সুদৃশ্য একটি বাংলোতে থাকবেন প্রিন্স অফ কলকাতা-সৌরভ গঙ্গোপাধ্যায়। সাড়ে তেইশ কাঠা জমিতে উঠেছে বাড়িটি। ভবিষ্যতে সৌরভের পরিকল্পনা বাড়িটি ভেঙে একটি দোতলা বাংলো বাড়ি বানানোর।
চল্লিশ কোটি টাকা দিয়ে সম্পত্তিটি কিনেছেন সৌরভ অনুপম বাগচি, কেশব দাস বিননি ও নিকুঞ্জ এর কাছ থেকে। বেহালার এস এন রায় রোডের মঙ্গলচন্ডী ভবন থেকে তাঁর আসা যাওয়ার সমস্যা হচ্ছিলো বলেই এই বাড়ি কেনা। সৌরভ, মা নিরুপা, স্ত্রী ডোনা এবং মেয়ে সানার নামে এই সম্পত্তি কেনা হয়েছে।
তবে, বেহালার বাড়ির আটচল্লিশ বছরের স্মৃতি এত দ্রুত ভোলা সম্ভব নয়। আপাতত সপ্তাহে তিনদিন নতুন বাড়িতে থাকবেন সৌরভ। বাকি চারদিন বেহালার বাড়িতে। লোয়ার লাউডন স্ট্রিটের বাড়িটি এখন ঝকঝকে করে তোলা হচ্ছে, বাংলার মহারাজ থাকবেন বলে কথা...!