অনলাইন
গাজীপুরে টেক্সটাইল মিলের গোডাউনে আগুন
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
(২ বছর আগে) ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ১০:২৩ পূর্বাহ্ন

গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় শামীম টেক্সটাইল মিলের গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দমকল কর্মীরা।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল হোসেন জানান, সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুরের শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
সকাল সাড়ে আটটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এঘটনায় কোন হতাহত হয়নি । আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।