অনলাইন
১৫০ কিলোমিটার দূর থেকে কুমিল্লার সমাবেশে রাজমিস্ত্রি লোকমান
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
(২ বছর আগে) ২৬ নভেম্বর ২০২২, শনিবার, ৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৮ অপরাহ্ন
লোকমান হোসেন। পেশায় রাজমিস্ত্রি। করেন না কোন রাজনীতি। তিন মেয়ে ও এক ছেলের পিতা হলেও নিজে কাজ না করলে ভাত জুটে না তার। দিনমজুরের সহযোগীর কাজ করে সংসার চলে। একদিন কাজ না করলে চুলায় আগুন ধরে না। কিন্তু কুমিল্লা থেকে ১৫০ কিলোমিটার দূরের পথ পাড়ি দিয়ে পরিবহন ধর্মঘটের আতঙ্কে গণসমাবেশের তিনদিন আগেই কুমিল্লা টাউন হল মাঠে হাজির হয়েছেন তিনি। বয়স তার প্রায় ৬৫ বছর হবে। কেউ তাকে কুমিল্লার গণসমাবেশে আসতে উৎসাহও দেননি। তবু শুধু মাত্র দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সরকারের প্রতি ক্ষোভ জানাতেই কুমিল্লায় এসেছেন তিনি। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব গোপ্তী ইউনিয়নের মানবী গ্রামে তার জন্ম। লোকমান হাকিমের গ্রামের বাড়ি থেকে কুমিল্লা নগরীর টাউন হল মাঠের দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার হবে।