ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

কাতার বিশ্বকাপে মুসলমানদের বিরক্ত না করার নতুন নির্দেশ

মানবজমিন ডিজিটাল

(২ বছর আগে) ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার, ১১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৩ পূর্বাহ্ন

mzamin

ইরানের বিরুদ্ধে জেতার পর সোশ্যাল মিডিয়ার ছবিগুলিতে এক ইংল্যান্ড সমর্থককে  অদ্ভুত বেশে দেখা গেছে। তিনি সেন্ট জর্জের স্টাইলে ক্রুসেডারের পোশাক পরে গালে ইংল্যান্ডের পতাকা এঁকে ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে চলেছেন। ইরানের বিরুদ্ধে ইংল্যান্ডের ৬-২ গোলে জয়ের আগে কিছু ভক্তকে স্টেডিয়ামের বাইরে নিরাপত্তারক্ষীরা থামিয়ে দেন। একজন ক্রুসেডার  খেলার পরে টকটিভির সাথে কথা বলার সময় সমর্থকদের সাথে নিরাপত্তারক্ষীদের আচরণের নিন্দা করেন।তিনি বলেছেন-'' ২৫০ পাউন্ড দিয়ে এক রাতে ফ্যান-জোনে থাকার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি কিন্তু সমস্যা হল কাতারের মতো জায়গায় তারা যা বুঝতে পারে না তা হলো ভক্তরা খেলারই অংশ।আমরাই খেলা বানাই , এটা কর্পোরেট ক্ষেত্র নয়। তারা হয়তো আর্থিকভাবে সাহায্য করে, আমরাই আসল ভক্ত যারা ফুটবল তৈরি করি এবং আমরাই ফুটবল।”টুইটারে এক ব্যক্তি বলেছেন: "বিশ্বকাপে ক্রুসেডারের পোশাক পরা ইংল্যান্ডের ভক্তরা পশ্চিমা অহঙ্কারের শীর্ষ। " অন্য একজন বলেছেন: "এই বিশ্বকাপ কাতারে না হওয়ার অনেক কারণ রয়েছে, তবে ক্রুসেডারের পোশাকে মধ্যপ্রাচ্যে গেলে আপনাকে নিশ্চয় স্বাগত জানানো হবে না। " তৃতীয় একজন যোগ করেছেন: "কাতারে ক্রুসেডারের পোশাক পরা বেশ সাহসী ব্যাপার। "১০৯৫এবং ১২৯১ সালের মধ্যে যখন খ্রিস্টান সেনাবাহিনী ইসলামিক স্টেটের কাছ থেকে জেরুজালেম দখল করার জন্য লড়াই করেছিল তখন কাতারে ক্রুসেডার পোশাকগুলি বিতর্কের জন্ম দেয়। বর্ণবাদ বিরোধী গোষ্ঠী কিক ইট আউটের একজন মুখপাত্র ভক্তদের সতর্ক করেছেন যে 'ইংল্যান্ডে  যে পোশাক চলে, কাতারে এতটা জনপ্রিয় নাও হতে পারে এবং স্টেডিয়ামের কর্মকর্তাদের সেটি পছন্দ নাও হতে পারে'।

সূত্র: .lbc.co.uk
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status