ভারত
৮০ বছরের বর ৭০ বছরের কনের গলায় মালা দিলেন
বিশেষ সংবাদদাতা
(৩ দিন আগে) ১৪ মে ২০২২, শনিবার, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৬ অপরাহ্ন

প্রতীকী ছবি
ফেসবুকে পাঁচ মিনিটের দর্শন। তাতেই প্রেম! ৮০ বছরের মাতাপ্রসাদ শেঠিয়া আর মুম্বাই এর ৭০ বছর বয়সী ভাবেশ্বরি দেবী রীতিমতো ছাদনাতলায় গিয়ে মালাবদল করে বিয়ে সারলেন। খাদ্য সুরক্ষা দপ্তরের একদা উচ্চপদস্থ কর্মী মাতাপ্রসাদ ইদানিং সমাজসেবা মূলক কাজ করেন সেই সূত্রে সেই কাজের কিছু ছবি ফেসবুকে আপলোড করেছিলেন। সেই ছবি দেখেই পাঁচ মিনিটে মাতাপ্রসাদ এর প্রেমে পড়েন ৭০ বছরের একটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ভাবিশ্বরী দেবী।
দুজনেরই আগে বিয়ে হয়েছিল। মাতপ্রসাদ বিপত্নীক। তিন ছেলে ভালো কাজকর্ম করে। স্বামী মারা গেছেন আগেই। একমাত্র মেয়ে ছিল। কিছুদিন আগে তারও মৃত্যু হয়েছে। সিনেমায় যেমনটি হয়, ৮০ বছরের মাতাপ্রসাদকে দেখে ৭০ বছরের ভাবিশ্বরীর হৃদয়ে পুলক জাগে
পাঠকের মতামত
ভারতীয়দের এত প্রেম কথা থেকে আসে ?? আসলে প্রেম এমনি হওয়া উচিৎ.......,যেখানে থাকবে না কোনো টাকা পয়সা লেনদেন, থাকবেনা কোনো স্বার্থপরতা......থাকবে অপরিসীম ভালোবাসা।