ভারত
বিজ্ঞাপন নিয়ে বিপাকে ক্যাডবেরি চকোলেট উৎপাদকরা
বিশেষ সংবাদদাতা
(২ বছর আগে) ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫৫ অপরাহ্ন

বিপাকে ক্যাডবেরি চকোলেট উৎপাদকরা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে যে একটি টিভি বিজ্ঞাপনে দামোদর নামে এক আলোকশিল্পীর চরিত্রকে ব্যবহার করা হয়েছে যেটি যথেষ্ট আপত্তিকর। কারণ প্রধানমন্ত্রীর বাবার নাম ছিল দামোদর। প্রধানমন্ত্রীর বাবাকে জনসমক্ষে হেয় করার জন্যই এই বিজ্ঞাপন বলে বিজেপির অভিযোগ। প্রধানমন্ত্রী তাঁর নামের সঙ্গে বাবার নাম ব্যবহার করেন তাই তিনি নরেন্দ্র দামোদর দাস মোদি। আর তাই মোদির বাবাকে অপমান করা হয়েছে। বিজেপির এই বক্তব্যের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বয়কট ক্যাডবেরি আন্দোলন শুরু হয়েছে। বিপাকে পড়েছে চকোলেট উৎপাদক সংস্থাটি। এটি অবশ্য নতুন নয়। ২০২১ সালে ক্যাডবেরিতে গরুর মাংস মেশানো হয় এই ক্যাম্পেইনের পর ক্যাডবেরি একটি বিজ্ঞপ্তি দিতে বাধ্য হয় যে তাদের উৎপাদন একশো শতাংশ নিরামিষ প্রোডাক্ট। এবার তারা নতুন বিতর্কে পড়লো। ক্যাডবেরির এক মুখপাত্র জানিয়েছেন, জেনে বুঝে চরিত্রর নাম দামোদর করা হয়নি। এটা কাকতালীয় ঘটনা। অযথা তিলকে তাল করা হচ্ছে।