অনলাইন
শিশুসন্তানকে বিষ মিশিয়ে খাইয়ে নিজেও পান করেন, মায়ের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
(২ বছর আগে) ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:১৫ অপরাহ্ন
কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে ক্ষোভে মা তার শিশু সন্তানকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসেন। পাউরুটির সঙ্গে চিনি ও বিষ মিশিয়ে সন্তানকে খাওয়ান। পরে নিজেও বিষ পান করেন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হলে মাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে মৃত্যুর সঙ্গে লড়ছেন শিশুসন্তান। বুধবার দুপুরে সাতক্ষীরা জেলার তালা উপজেলার মিঠাবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত প্রিয়া মিঠাবাড়ি গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। আহত শিশুর নাম আবির হোসেন (৯) ।
সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে প্রথমে শিশু আবির হোসেনকে বিষ মিশিয়ে খাওয়ায় মা প্রিয়া। পরে নিজেও বিষ পান করেন তিনি। মা-ছেলেকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন। শিশু আবির হোসেন চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।