ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

গাজায় ইসরাইলি হামলায় ছয়জন ত্রাণকর্মী নিহত

মানবজমিন ডিজিটাল

(১৩ ঘন্টা আগে) ২৪ মে ২০২৫, শনিবার, ২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:২৯ অপরাহ্ন

শুক্রবার ভোরে গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহে ইসরায়েলি বিমান হামলায় একটি নিরাপত্তা সহায়তা দলের ছয় সদস্য নিহত হয়েছেন।সাফা সংবাদ সংস্থা   ঘটনাটিকে "একটি ভয়াবহ গণহত্যা" হিসেবে বর্ণনা করেছে এবং ইসরায়েলি সেনাবাহিনীকে অনাহার সৃষ্টি এবং মানবিক ত্রাণ বাধাগ্রস্ত করার কৌশলের অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে সহায়তাকারী দলটিকে লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছে । স্থানীয় গণমাধ্যম এই হামলার নিন্দা জানিয়েছে বলেছে  ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকায় আটটি বিমান হামলা চালিয়েছে।বেশ কয়েকজন আহত ব্যক্তি ঘটনাস্থলে রয়েছেন,  ইসরায়েলি বিমান থেকে অব্যাহত  গুলিবর্ষণের কারণে সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।সহায়তা দলের কর্মীদের ওপর এই হামলাকে পূর্ণাঙ্গ অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে। মানবিক ও চিকিৎসা সহায়তার প্রবাহ ব্যাহত করা এবং জনগণকে অনাহারে রাখার এবং অসুস্থদের চিকিৎসা থেকে বঞ্চিত করার পরিকল্পনাকে যুদ্ধপরাধ হিসেবে বর্ণনা করেছে সাফা। তাদের দাবি, ইসরায়েলি সামরিক বাহিনী নিরাপদ ডেলিভারি রুট সমন্বয় ও সুরক্ষার জন্য দায়িত্বপ্রাপ্তদের উপর আক্রমণ করে পরিকল্পিতভাবে সাহায্য ও চিকিৎসা সামগ্রী  লুটপাট করছে। জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান টম ফ্লেচারের দৌত্যে আড়াই মাস ধরে অবরুদ্ধ গাজ়ায় ১০০টি আন্তর্জাতিক ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। কিন্তু এখনও উত্তর গাজ়ায় কোনও ত্রাণ পৌঁছতে দেওয়া হয়নি বলে অভিযোগ। কারণ, ওই এলাকা থেকে প্যালেস্টাইনি বসতি উচ্ছেদের কাজ চালাচ্ছে ইসরায়েলি ফৌজ।সংঘাতের এই আবহে শুক্রবার হামলা চালানো হয়েছে মধ্য গাজ়ার দেইর আল-বালাহে।দুর্ভিক্ষপীড়িত গাজ়ায় ত্রাণ পৌঁছে দিতে গিয়ে ইতিমধ্যেই সমস্যার মুখে পড়ছেন সাহায্যকারী সংগঠনের সদস্যেরা। ত্রাণ লুটের আশঙ্কা থাকায় ট্রাকগুলোর  নিরাপত্তায় সশস্ত্র রক্ষী মোতায়েন করা হয়েছিল বলে গাজ়া স্বশাসিত কর্তৃপক্ষের দাবি।যদিও তেল আভিভের যুক্তি, ওই সশস্ত্র রক্ষীরা আদতে হামাস জঙ্গি। তাই তাদের উপর হামলা চালানো হয়েছে।  

সূত্র : মিডল ইস্ট মনিটর

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status