অনলাইন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক
গণ পরিষদ নির্বাচনের রোডম্যাপ চেয়েছে এনসিপি
স্টাফ রিপোর্টার
(৫ ঘন্টা আগে) ২৪ মে ২০২৫, শনিবার, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনের সংষ্কার করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এবং আওয়ামী লীগের আমলের সব নির্বাচন আইনীভাবে বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। শনিবার রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হয়।
বৈঠক শেষে দলের আহবায়ক নাহিদ ইসলাম বলেন, আলোচনায় জুলাই ঘোষণা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন জারি করা হয় সেই দাবি জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। শহীদ পরিবার এবং আহতদের পুর্নবাসন প্রক্রিয়া ধীর গতিতে আগাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এটি করার দাবি জানিয়েছি। শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় ও স্থানীয় সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে বলেছি। সেই নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে। সেই সময় বিরোধী রাজনৈতিক দলগুলোও এসব নির্বাচন বর্জন করেছিল।
তিনি বলেন, এছাড়া নির্বাচন কমিশনের উপর এনসিপি আস্থা রাখতে পারছে না। এই কমিশন সংস্কার করে যাতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হয়। জুলাই গণহত্যার বিচার এবং সংষ্কার প্রক্রিয়া এবং নির্বাচন (গণপরিষদ) এই তিনটির সমন্বিত রোডম্যাপ যাতে ঘোষণা করা হয় সেই দাবি আমরা জানিয়েছি। এর সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা চেয়েছি।
বৈঠকে দলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব এবং ডা. তাসনিম জারা অংশ নেন।