অনলাইন
রাশিয়া-ইউক্রেনকে আলোচনার টেবিলে আনতে আগ্রহী ভ্যাটিকান, আজগুবি গল্প বললো মস্কো
মানবজমিন ডিজিটাল
(১১ ঘন্টা আগে) ২৪ মে ২০২৫, শনিবার, ৩:৪৮ অপরাহ্ন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে একাধিক ‘শান্তি আলোচনা’ হয়েছে। দু’দেশকে শান্তির পথে আনতে নানা উদ্যোগ নিয়েছে আমেরিকাও। কিন্তু রফাসূত্র তো দূরের কথা উল্টো এখনও একে অপরকে হামলায় ঝাঁজরা করে দিচ্ছে কিয়েভ-মস্কো। এবার যুযুধান দু’পক্ষকে আলোচনার টেবিলে আনতে এগিয়ে এসেছে ভ্যাটিকান! যাকে আজগুবি গল্প বলে উড়িয়ে দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সন্দেহ প্রকাশ করে বলেছেন যে, দুই গোঁড়া খ্রিস্ট ধর্মালম্বী দেশের মধ্যে মধ্যস্থতা করতে হলে ভ্যাটিকান নিজেই অস্বস্তিতে পড়বে। আর সেটা চাইবেন না পোপ লিও চতুর্দশ। এই মাসের শুরুতে, পোপ লিও চতুর্দশ (প্রথম আমেরিকান পোপ) বলেছিলেন যে, ভ্যাটিকান শীঘ্রই বিশ্বব্যাপী সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে কাজ শুরু করবে। পোপ হওয়ার পরপরই তিনি একথা বলেছিলেন। কয়েক দিনের মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পোপের সাথে দেখা করেন। ডনাল্ড ট্রাম্পও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপের পর তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ঘোষণা করেছিলেন যে, পোপের প্রতিনিধিত্বে ভ্যাটিকান জানিয়েছে যে, তারা আলোচনার টেবিলে বসতে আগ্রহী।
মঙ্গলবার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন যে, তিনি পোপের সাথে কথা বলেছেন, যিনি আলোচনার আয়োজনের জন্য তার আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ভ্যাটিকান এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এ প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইতিমধ্যেই বলেছেন, ‘অনেকেই কল্পনা করছেন কখন এবং কোথায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। আমাদের কাছে এখনই কোনও খবর নেই।’
অর্থোডক্স দেশগুলোর মধ্যে এই ধরনের মধ্যস্থতাকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করে ল্যাভরভ বলেন, ‘দুই গোঁড়া দেশের জন্য একটি ক্যাথলিক প্ল্যাটফর্ম ব্যবহার করা অশোভন দেখাবে। আমি মনে করি এটি ভ্যাটিকানের জন্য খুব একটা আরামদায়ক পরিস্থিতি হবে না।’
ডনাল্ড ট্রাম্প, এই সপ্তাহে বলেছেন যে, ‘রাশিয়া এবং ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতি এবং আরও গুরুত্বপূর্ণভাবে, যুদ্ধের সমাপ্তির জন্য আলোচনা শুরু করবে। এর জন্য শর্তাবলী দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।’
যুক্তরাষ্ট্র মস্কো এবং কিয়েভ উভয়কেই সরাসরি আলোচনা করার জন্য চাপ দেয়ার পর, উভয় দেশের আলোচকরা এই মাসে ইস্তাম্বুলে প্রথম সরাসরি আলোচনায় বসে। সেই প্রথমবারের মতো যে দুটি দেশ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেয়।
সূত্র : এনডিটিভি