অনলাইন
অ্যাপলের পর স্যামসাং-কেও ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প!
মানবজমিন ডিজিটাল
(১১ ঘন্টা আগে) ২৪ মে ২০২৫, শনিবার, ৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৭ অপরাহ্ন

অ্যাপলের পর এবার দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং-কেও হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আমেরিকায় ফোন তৈরি করো, নাহলে এদেশে বিক্রি করতে গেলে ২৫ শতাংশ শুল্ক দাও! অ্যাপলের পর স্যামসাং-এর উদ্দেশেও এই বার্তা দিয়েছেন ট্রাম্প। তাঁর কথায়, যারা ফোন তৈরি করবে তাদের জন্যই এই নিয়ম। আমেরিকায় কারখানা না করলেই বিক্রির ক্ষেত্রে শুল্ক চাপানো হবে। সংবাদমাধ্যমে ট্রাম্প বলেন, ''অ্যাপল, স্যামসাং বা যে কোনও সংস্থা হোক, এই নিয়ম করা হবে। আর যদি তারা আমেরিকায় কারখানা তৈরি করে তাহলে কোনও শুল্ক লাগবে না।''এর আগেই ট্রাম্প বলেছেন, 'আমি অনেকদিন আগেই অ্যাপলের টিম কুককে জানিয়ে দিয়েছিলাম, আমেরিকায় যে আইফোন বিক্রি করা হবে, সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রেই তৈরি করতে হবে। ভারত বা অন্য কোথাও সেগুলি তৈরি করলে চলবে না। যদি সেটা হয়, তাহলে অ্যাপলকে আমেরিকায় কমপক্ষে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।' আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, অ্যাপল আমেরিকান সংস্থা হলেও তাঁদের বেশিরভাগ পণ্য তৈরি হয় চীন এবং ভারতে।
কম্পিউটার, ল্যাপটপ বা আইপ্যাডের সিংহভাগ শি জিংপিংয়ের দেশ তৈরি করে। বর্তমানে ২০ শতাংশের বেশি আইফোন ভারতে তৈরি হয়। সেগুলোই বিক্রি হয় আমেরিকায়। অন্যদিকে, স্যামসাং দক্ষিণ কোরিয়ার কোম্পানি হলেও ভারতে তাদের ব্যবসা বিরাট। স্মার্টফোন তৈরির জন্য স্যামসাং চীনের উপর নির্ভর করে না। দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট ২০১৯ সালে চীনে তাদের শেষ ফোন উৎপাদন কারখানা বন্ধ করে দেয়। তাদের বেশিরভাগ কার্যক্রম ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং ব্রাজিলে পরিচালিত হয়। আদতে ডনাল্ড ট্রাম্প এটাই বন্ধ করতে চান। তাঁর সাফ কথা, আমেরিকার বাজারে যা বিক্রি হবে তা তৈরিও করতে হবে আমেরিকায়।
সূত্র : ইন্ডিয়া টুডে