ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক

সংস্কার, বিচার এবং নির্বাচনের বিষয় স্পষ্ট করার দাবি

স্টাফ রিপোর্টার

(৯ ঘন্টা আগে) ২৪ মে ২০২৫, শনিবার, ৯:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

mzamin

সংসদ নির্বাচনের রোডম্যাপের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জামায়াতে ইসলামী কোন সময় বেঁধে দেই নাই বলে জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। শনিবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, নির্বাচনের রোডম্যাপের জন্য কোন সময় বেঁধে দেই নাই। যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে এটা ফেব্রুয়ারির মধ্যবর্তী হতে পারে। যদি আরেকটু সময় লাগে, এরপরে যেহেতু রোজা শুরু হবে, তাহলে রোজার পরে হবে। তারপরে এটাকে টেনে লম্বা করলে কোন সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে না। 

তিনি বলেন, আমরা বলেছি দুটা বিষয় স্পষ্ট করা দরকার, একটা নির্বাচনটা কখন হবে। আপনি (প্রধান উপদেষ্টা) যে সময়সীমা দিয়েছেন, এই ভেতরেই? একটা সুবিধাজনক সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে আমরা মনে করি। দুই, নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। সংস্কার শেষ না করে যদি কোন নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কারই এই সরকারের পক্ষে করা সম্ভবও না।

জামায়াত আমীর বলেন, মাঝে যে অস্থিরতা দেখা দিয়েছিল আপাতত দৃষ্টিতে তা কিছুটা কেটেছে। আমরা এর স্থায়ী নিষ্পত্তি চাই। আমরা মনে করি যে, দুইটা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আরেকট হচ্ছে নির্বাচনের রোডম্যাপ।

অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) গভীর মনোযোগ সহকারে শুনেছেন। আমাদের এটা আস্থা হয়েছে, তিনি বিষয়টা ইতিবাচকভাবে নিয়েছেন। 

অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত কারো পদত্যাগ চায়নি। প্রধান উপদেষ্টা কি বলেছেন জানতে চাইলে শফিকুর রহমান বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেন দেশ আমাদের সবাই। আমি অবশ্যই অর্থবহ, সুষ্ঠু ও স্বচ্ছ একটা নির্বাচন দিতে চাই। আমি যেনোতেনো কোন নির্বাচন দিতে চাই না। ছাত্র-জনতার গণভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এই বিপ্লবের কিছু দাবি ছিলো অর্থবহ কিছু সংস্কার করতে হবে এবং যারা অপরাধী তাদের বিচার হতে হবে। সংস্কার এবং বিচারের মধ্য দিয়েই একটা অর্থবহ নির্বাচন হবে। একটা সমতল মাঠ থাকবে। নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদেরকে কোন ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না।

জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status