অনলাইন
ট্রাম্পের নিষেধাজ্ঞায় বিপাকে হার্ভার্ড শিক্ষার্থী বেলজিয়ামের রাজকুমারী
মানবজমিন ডিজিটাল
(১২ ঘন্টা আগে) ২৪ মে ২০২৫, শনিবার, ৪:৪৭ অপরাহ্ন

ডনাল্ড ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করেছে। পাশাপাশি বর্তমানে এখানে ভর্তি থাকা বিদেশি শিক্ষার্থীদের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। অন্যথায় যুক্তরাষ্ট্রে তাদের বৈধভাবে অবস্থানের অনুমতি বাতিল করা হতে পারে। অন্যান্য মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানেও বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সবে প্রথম বর্ষের পড়াশোনা শেষ করেছেন বেলজিয়ামের রাজকুমারী এলিজাবেথ। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাবলিক পলিসি নিয়ে মাস্টার্স করছেন।
বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটের তথ্যমতে, হার্ভার্ডে পাবলিক পলিসি নিয়ে মাস্টার্স দুই বছর মেয়াদি কোর্স। এটি শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং জনসেবায় সফল কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলে। এদিকে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে তার পড়াশোনা চালিয়ে যাওয়া এখন ঘোর অনিশ্চয়তার মুখে। সব ঠিক থাকলে ২৩ বছর বয়সী এলিজাবেথই ভবিষ্যতে বেলজিয়ামের রানি হবেন। বেলজিয়ামের রাজপ্রাসাদের মুখপাত্র লোর ভ্যানডোর্ন বলেন, ‘রাজকুমারী এলিজাবেথ সবেমাত্র তার প্রথম বছর সম্পন্ন করেছেন। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের প্রভাব আগামী দিন-সপ্তাহগুলোতে আরও স্পষ্টভাবে বোঝা যাবে। আমরা বর্তমানে পরিস্থিতি পর্যালোচনা করছি।’
রাজপ্রাসাদের যোগাযোগ বিভাগের পরিচালক জেভিয়ার বার্ট বলেন, ‘আমরা এই মুহূর্তে পরিস্থিতি বিশ্লেষণ করছি । আগামী দিনগুলোতে আরও অনেক কিছু ঘটতে পারে।’ রাজকুমারী এলিজাবেথ বেলজিয়ামের সিংহাসনের উত্তরাধিকারী। রাজা ফিলিপ ও রানী ম্যাথিল্ডের চার সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ। হার্ভার্ডে ভর্তি হওয়ার আগে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাজনীতিতে ডিগ্রি অর্জন করেছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় গতকাল এক বিবৃতিতে জানায়, বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ওপর ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অবৈধ এবং প্রতিহিংসামূলক। এটি শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রতিক্রিয়া ফেলবে।
সূত্র : রয়টার্স