ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি চলছে

স্টাফ রিপার্টার

(২ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ৪:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৩২ অপরাহ্ন

mzamin

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত শুরু হয়েছে। ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ৩টার পর এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবির, প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। এছাড়া বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীদের এই জমায়েতে যোগ দেয়ার কথা রয়েছে।

‘আওয়ামী লীগকে নিষিদ্ধ, করতে হবে করতে হবে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ’, ‘দফা এক দাবি এক, লীগ নট কাম ব্যাক’ প্রভৃতি স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা বলছেন, ‘আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলটির দলগত বিচারের বিধান যুক্ত করাসহ জুলাই ঘোষণাপত্র জারির দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। মে মাসের এই তপ্ত রোদে শাহবাগ থেকে আওয়ামী লীগের পতনের ধ্বনি শুনে যেতে চাই।’

মিরপুর থেকে এসেছেন শাকিল হোসেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নির্বিচারে প্রকাশ্যে মানুষকে হত্যা করেছে। ৯ মাসেও অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া রাজপথ ছাড়বো না।’

সকাল থেকেই শাহবাগ মোড়ের চারপাশের সড়কগুলো অবরোধ থাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচলে ছাড় দেয়া হয়েছে। ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। গতকালের মতো আজও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দীন মাহাদীসহ অনেকে কর্মসূচিতে যোগ দিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু হয়। এদিন রাত ১০টা থেকে এনসিপি’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ’র ডাকে সাড়া দিয়ে যমুনার সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। পরে রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার সকাল ১০টার দিকে পাঁচটি পিকআপ ভ্যান একত্র করে সমাবেশের জন্য যমুনার পাশে ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের ফোয়ারার সামনে ‘জমায়েত মঞ্চ’ করা তৈরি করা হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এই জমায়েতে সবাইকে অংশ নেয়ার আহ্বানও জানান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঞ্চের সামনেই আন্দোলনকারীরা জুমার নামাজ আদায় করেন।

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশ/ ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই ক্লোজড

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status