অনলাইন
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি
শাহবাগে চলছে দ্বিতীয় দিনের মতো ‘ব্লকেড’
স্টাফ রিপোর্টার
(৪ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪৩ অপরাহ্ন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো ‘শাহবাগ ব্লকেড’ চলছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
শাহবাগ মোড় থেকে সড়কগুলো বন্ধ থাকলেও অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনগুলোকে যাতায়াতের সুযোগ দেয়া হচ্ছে। সেখানে জড়ো হয়েছেন জুলাই গণ–অভ্যুত্থানের আহত ব্যক্তিরাও।
এর আগে গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে নিষিদ্ধে দাবি শুরু হয়। এদিন রাত ১০টা থেকে এনসিপি’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ’র ডাকে সাড়া দিয়ে যমুনার সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। পরে রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।
শুক্রবার সকাল ১০টার দিকে পাঁচটি পিকআপ ভ্যান একত্র করে সমাবেশের জন্য যমুনার পাশে ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের ফোয়ারার সামনে ‘জমায়েত মঞ্চ’ করা তৈরি করা হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এই জমায়েতে সবাইকে অংশ নেয়ার আহ্বানও জানান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঞ্চের সামনেই আন্দোলনকারীরা জুমার নামাজ আদায় করেন।
পাঠকের মতামত
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শাহবাগে সব ধরনের জমায়েত , অবরোধ কয়েক মাস আগে নিষিদ্ধ করেছে। সরকারের নির্দেশ অমান্য করে যারা অবরোধ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।
ভবিষ্যতে যাতে আর কোন ফ্যাসিস্ট শাসন না আসে সে জন্য আওয়ামী লীগ কে ১৫ বছরের জন্য নিষিদ্ধ করা হোক। এটা সবার জন্য শিক্ষা হয়ে থাকবে। নাহলে কিন্তু ভবিষ্যতে আবার কোন স্বৈরাচার মাথা চাড়া দিতে পারে।