অনলাইন
ভারত ও পাকিস্তান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মালয়েশিয়া
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
(৪ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ৩:৪১ অপরাহ্ন
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং সংযম ও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে মালয়েশিয়া।
বৃহস্পতিবার, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি সীমান্ত এলাকায় সংঘর্ষ ও হামলার প্রেক্ষিতে মালয়েশিয়া গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং দুই প্রতিবেশী দেশকে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে।
এদিকে আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রী দাতুক সেরি মোহামাদ হাসান জানিয়েছেন, “কাশ্মীরসহ ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থান করা মালয়েশিয়ানদের সতর্ক থাকতে হবে এবং এমন এলাকায় ভ্রমণ পরিহার করতে হবে। ভারত ও পাকিস্তানে অবস্থানরত সকল মালয়েশিয়ান, বিশেষ করে শিক্ষার্থীরা যেন সংশ্লিষ্ট দেশে মালয়েশিয়ার হাইকমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগ করে তাদের ব্যক্তিগত তথ্য প্রদান করে, যাতে প্রয়োজনে সরকার দ্রুত সহায়তা দিতে পারে।
সরকারি বার্তা সংস্থা বারনামাসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, শনিবার (১০ মে) সেকোলাহ কেবাংসান সেনাওয়াং ৩-এর অভিভাবক-শিক্ষক অ্যাসোসিয়েশনের (পিআইবিজি) সভায় বক্তব্য প্রদানকালে মন্ত্রী বলেন, “এখন পর্যন্ত কোনো মালয়েশিয়ান এই উত্তেজনাকর পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হননি। তবে, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
তিনি আরও বলেন, “ড্রোন ও রকেট হামলার মতো সংঘর্ষমূলক পরিস্থিতি থেকে বিরত থাকতে হবে। দুই দেশের নেতাদের উচিত বৃহত্তর আঞ্চলিক শান্তি ও মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া।”