অনলাইন
ট্রেন লাইনচ্যুত
১৪ ঘণ্টায়ও চালু হয়নি ঢাকা-খুলনা রেল চলাচল
স্টাফ রিপোর্টার
(৩ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ১:৪৩ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেন লাইনচ্যুত হওয়ার পর থেকে ১৪ ঘণ্টাও চালু হয়নি ঢাকা-খুলনা রুটে রেল চলাচল। শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে ভাঙ্গা জংশন ছেড়ে যাওয়ার পরপরই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি বামনকান্দা এলাকায় লাইনচ্যুত হয়। এরপর চলাচল বন্ধ হয়ে যায়।
এতে যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হন এবং অনেকে রাতেই সড়কপথে গন্তব্যে যান।
ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সুমন বড়ই বলেন, ‘শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে ভাঙ্গা জংশন ছেড়ে যাওয়ার পরপরই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি বামনকান্দা এলাকায় লাইনচ্যুত হয়। এতে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল ও ঢাকা-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ক্রেন ও রেলওয়ে কর্মীদের সহায়তায় লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে বলে জানান তিনি।
ভাঙ্গা রেলওয়ে জংশনের ইনচার্জ উপপরিদর্শক খাইরুজ্জামান সিকদার বলেন, ‘ট্রেনটি ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। দুর্ঘটনার পর ট্রেনের প্রায় ৭০০ যাত্রী ভোগান্তির শিকার হন এবং অনেকে রাতেই সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হন।’