ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

সিলেট -১ আসনে তারেক রহমানকে নির্বাচন করার আহ্বান আরিফের

আরিফ মাহফুজ , লন্ডন থেকে

(৪ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ৯:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৭ পূর্বাহ্ন

mzamin

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। ৮ই মে বৃহস্পতিবার লন্ডনে এ সাক্ষাৎ হয়। সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকেই জনমনে কৌতূহল সৃষ্টি হয় দলের হাইকমান্ডের সঙ্গে কী কথা হলো, কী বার্তা পেলেন আরিফ?

সম্প্রতি লন্ডনে আসেন আরিফুল হক। তার এই আসাকে নিয়ে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ।  বিশ্লেষকরা ধারণা করছিলেন, আগামী নির্বাচনে সিলেট -১ আসন থেকে মনোনয়ন চাইবেন সাবেক এই মেয়র। সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নেবেন নাকি সিলেট -১ আসনে মনোয়ন নিয়ে নির্বাচন করবেন এরই কনফারমেশন নেয়ার জন্যই তারেক রহমানের সঙ্গে দেখা করতে এসেছেন আরিফ।

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর সকল জল্পনার অবসান হলো। গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎ নিয়ে শুক্রবার সাংবাদিকদের কাছে মুখ খুলেন আরিফুল হক। বৃটিশ বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের সঙ্গে মতবিনিময় শেষে আরিফ বলেন, বেগম খালেদা জিয়াসহ তার পরিবার গত ১৭ বছর যাবৎ নির্যাতিত। সবচাইতে বেশি নির্যাতিত তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত তারেক রহমান লন্ডনে থেকেও সিলেটবাসীর সঙ্গে আছেন। তিনি সিলেটের জামাই। তাই সবার দাবি সিলেট-১ আসন থেকে আগামী নির্বাচন করবেন তারেক রহমান অথবা তার পরিবারের কেউ যেন এই আসন থেকে নির্বাচনে অংশ নেন।

আরিফ আরো বলেন, জিয়া পরিবারের কাউকে এই আসন থেকে মনোয়ন না দিলে তাহলে আমিই (আরিফুল হক) সিলেট -১ আসনে বিএনপির  মনোনয়নের দাবিদার। আমিই চাইবো মনোয়োন।  বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবগত করেছি।

এসময় সাবেক এই মেয়র বলেন, ‘সিলেটবাসীর জন্য তারেক রহমান বেশ কিছু বার্তা দিয়েছেন। তবে সবগুলো বলার প্রয়োজন নেই। এতটুকু বলছি- তিনি (তারেক রহমান) বলেছেন সিলেটের জনগণের আস্থা কীভাবে ফিরিয়ে আনা যায়, জনগণ সারা জীবন বিএনপিকে স্মরণ রাখে এর জন্য কী কাজ করতে হবে এর অনেকগুলো দিক নির্দেশনা দেন। দলকে ঐক্যবদ্ধ করার নির্দেশনা দেন তারেক রহমান। চাঁদাবাজ, দখলদার,সন্ত্রাসীদের কোনোভাবেই যেন দলে জায়গা না দেয়া হয়। জনগণ আস্থা রাখতে পারে না এমন কোনো কাজে যেন সিলেট বিএনপির কোনো নেতাকর্মী না জড়ায় এমনই কঠোর বার্তা দিয়েছেন হাইকমান্ড’।

তিনি বলেন, ‘তারেক রহমান আরো বলেছেন, এমনভাবে কাজ করতে হবে মানুষ যেন নিজ থেকে ডেকে নিয়ে বিএনপির উপর আস্থা প্রকাশ করে। আগামীতে সিলেটবাসীর জন্য এমন কাজ করা হবে যা গত ১৭ বছরেও কেউ কল্পনা করেনি বলে জানিয়েছেন তারেক রহমান’।

তবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নেয়ার সিগন্যাল দিয়েছেন নাকি সিলেট-১ আসনের মনোনয়নের জন্য সিগন্যাল দিয়েছেন বিষয়টি পরিস্কার করেননি আরিফ। শুধু বলেছেন- চমক আছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশ/ ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই ক্লোজড

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status