অনলাইন
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে সমাবেশ শুরু
স্টাফ রিপোর্টার
(৮ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ৩:৫২ অপরাহ্ন

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিতে এবং এ সময় উপস্থিত ছাত্র-জনতাকে স্লোগান দিতে দেখা গেছে। তাদের স্লোগান ছিল, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো এবং ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর।
সরেজমিন দেখা যায়, মঞ্চে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের নেতা সারজিস আলমসহ বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত আছেন। এছাড়া মঞ্চে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ও আরও কয়েকজন সক্রিয় নেতা।
আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে গতকাল রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালান করছে এনসিপি। তবে, এনসিপির নেতৃত্বে এই কর্মসূচি শুরু হলেও আরও কিছু রাজনৈতিক দল এতে যোগ দিয়েছে।