অনলাইন
হত্যা মামলায় কারাগারে আইভী
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
(৭ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ১২:০৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে পুলিশের একটি টিম শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটিরে প্রবেশ করে আইভীকে বের হতে বললে তিনি রাতের বেলা পুলিশের সঙ্গে যেতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে সারারাত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে একটি দল সেলিনা হায়াৎ আইভীর বাসায় অবস্থান করে এবং ভোরে চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে আইভীকে আটকের খবরে রাতভর বাড়ি ঘিরে শত শত এলাকাবাসী বিক্ষোভ করেন। এ সময় তারা বালু ফেলে ও বাঁশ দিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। ভোর পৌনে ৬ টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বাধা দেয়ার চেষ্টা করে। এছাড়া আইভীকে বহনকারি পুলিশের গাড়িতে হামলা চালানোর ঘটনাও ঘটেছে। এতে একাধিক পুলিশ সদস্য আহত হয়েছে।
ওদিকে গ্রেপ্তারের সময় আইভি গণমাধ্যমের কাছে অভিযোগ করেন- বর্তমান সরকার বৈষম্যের কথা বলে ক্ষমতায় এসে, আমার সঙ্গে বৈষম্যমূলক কাজ করছে। কোনো অন্যায় না করেও ওয়ারেন্ট ছাড়াই আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। নিজেকে ‘জয় বাংলা’র লোক উল্লেখ করে এসময় জয়বাংলা স্লোগানও দেন তিনি। আইভী আরও বলেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। কিন্তু নারায়ণগঞ্জে ২১ বছরের সেবায় কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু কখনো করিনি। যখনি নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড ঘটেছে তখনি প্রতিবাদ করেছি। কোনো অপরাধ না করেও অপরাধী হিসেবে আমাকে গ্রেপ্তার করা বৈষম্য বলে দাবি করে তিনি। বিগত সময়ের মতো নারায়ণগঞ্জবাসীকে পাশে থাকার আহ্বান জানান আইভী ।
পাঠকের মতামত
আইভী এত ভালো সাজার নাটক করতেছেন কেন? ভালো মানুষেরা আওয়ামী লীগ করতে পারেনা।
মিথ্যা মামলা দিয়ে এভাবে ক্লিন ইমেজের রাজনীতিবিদদের গ্রেফতার নতুন ফ্যাসিবাদের উত্থানের ইঙ্গিত বহন করে কিনা সেটি ভাবা উচিত।