অনলাইন
স্বরাষ্ট্র উপদেষ্টা
জনদুর্ভোগ এড়াতে রাস্তা ছেড়ে অন্য কোথাও আন্দোলন করলে ভালো হয়
স্টাফ রিপার্টার
(৪ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ৩:২০ অপরাহ্ন

জনদুর্ভোগ এড়াতে রাস্তা ছেড়ে অন্য কোথাও আন্দোলন করলে ভালো হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দাবি-দাওয়ার বিষয়ে রাস্তায় আন্দোলন করলে জনদুর্ভোগ হয়। এ বিষয়টি মাথায় রেখে রাস্তা ছেড়ে অন্য কোথাও আন্দোলন করলে ভালো হয়।’
এ ব্যাপারে জনগণকে সতর্ক করার জন্য সাংবাদিকদের সাহায্য চান উপদেষ্টা।
গতকাল শুক্রবার যমুনার সামনে ছিলেন আন্দোলনকারীরা। সরে যেতে বলার পর তারা শাহবাগে গেছেন। সেখানেও দুর্ভোগ হচ্ছে। তবে তারা ইমার্জেন্সিগুলো দেখছেন, উল্লেখ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
পাঠকের মতামত
আগে জবাব দিন দুর্নীতিবাজ দুশ্চরিত্রবান ভাতিজাদের দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা কামানো রাষ্ট্রপতি হামিদ পালিয়েও গেল কেমনে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এখনই পদ ত্যাগ করুন। লোক দেখানো আইনশৃঙ্খলা বাহিনীর নিরীহ লোকদের শাস্তি দেওয়া চাকরির ছোট্ট করার আগে নিজে শাস্তির যোগ্য।