অনলাইন
সতর্কতা হিসেবে ভারতে ৩২টি বিমান বন্দর বন্ধ রাখার ঘোষণা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৪ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ১:৫২ অপরাহ্ন

ভারত ও পাকিস্তানের মধ্যে ধারাবাহিক সামরিক সংঘাতের পরিপ্রেক্ষিতে সতর্কতা হিসেবে
বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা শ্রীনগর এবং অমৃতসর সহ ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের বত্রিশটি বিমানবন্দর ১৫ মে পর্যন্ত বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এর আগে, ২৪টি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। ধারাবাহিক সামরিক সংঘাতের পরিপ্রেক্ষিতে নতুন করে বিমান বন্দর বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বন্ধ বিমানবন্দরগুলির মধ্যে রয়েছে উধমপুর, আম্বালা, অমৃতসর, অবন্তিপুর, ভাতিন্ডা, ভুজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্দন এবং জম্মু।
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন অনুসারে অন্যান্য বিমানবন্দরগুলি হল জয়সলমির, জামনগর, যোধপুর, কান্ডলা, কাংড়া (গাগল), কেশোদ, কিশানগড়, কুল্লু মানালি (ভুন্টার) এবং লেহ। এছাড়া লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, রাজকোট (হিরাসার), সারসাওয়া, সিমলা, শ্রীনগর, থোয়াইস এবং উত্তরলাই বিমানবন্দরগুলিও বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।