ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

৫ দিন ধরে নিখোঁজ দেড় বছরের শিশু তানিশা

ফাহিমা আক্তার সুমি
২৮ এপ্রিল ২০২৫, সোমবার
mzamin

দেড় বছরের শিশু তানিশা আক্তার। নিখোঁজের ৫ দিনেও সন্ধান মিলছে না তার। সৌদি প্রবাসী তাইজুল ইসলাম ও কোহিনূর দম্পতির সন্তান সে। তিন ছেলে সন্তানের পরে  তাদের কোল জুড়ে এসেছিল মেয়ে তানিশা। তার বাবাকে এখনো দেখেনি তানিশা। তার বাবাও ছুঁয়ে দেখতে পারেনি ফুটফুটে মেয়েটিকে। চার সন্তানকে নিয়ে ঢাকার মিরপুরে মধ্য পাইকপাড়ায় ভাড়া বাসায় থাকেন কোহিনূর। মঙ্গলবার রাতে বাসা থেকে নিখোঁজ হয় শিশুটি। শিশুটিকে খুঁজে না পেয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। সন্তানকে খুঁজে পেতে আকুতি জানিয়েছেন তার মা। পুলিশ বলছে, নিখোঁজ শিশু তানিশাকে খুঁজে বের করতে তারা কাজ করছেন।

তানিশার মা কোহিনূর মানবজমিনকে বলেন, সন্তানহারা বাবা-মা শুধু বোঝে এই কষ্ট। অলি-গলিতে রাত-দিন খুঁজছি কোথাও তার খোঁজ পাচ্ছি না। আমার নিষ্পাপ শিশুটিকে খুঁজে দেন। তিন ছেলে সন্তানের পরে মেয়েটি আমার কোল জুড়ে এসেছিল। কে বা কারা আমার সন্তানটিকে নিয়েছে কিছুই বুঝতে পারছি না। সে কোথায়? তার কোনো সন্ধান নেই। তিনি বলেন, মঙ্গলবার রাতে আমি মেয়েটিকে ঘরে কোল থেকে নামিয়ে রান্না ঘরে ভাত দেখতে যাই। কিছুক্ষণ পরে আমার কাছে আসলে আবার ঘরে পাঠিয়ে দেই। পাঁচ মিনিটের মধ্যে আমার বাচ্চাটা দেখি কোথাও নেই। কোথায় গেল? কি হলো, কিছুই বুঝতে পারছি না। বাসার সামনে রাস্তা থেকে লোকজন যাতায়াত করে কিন্তু ঘরের দিকে কোনো লোকজন তেমন দেখতে পাইনি সেদিন। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে কিছুই জানি না। আমি কখনো বুঝতে পারিনি আমার কোলের সন্তান এভাবে হারিয়ে যাবে। আমার অনেক সাধনার মেয়ে। আমি তো মা এই কষ্ট কাউকে বোঝাতে পারছি না, আমার কোল থেকে কি হারিয়েছে। 

সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার দিকে বাসার সামনে রাস্তায় তানিশা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলছিল। ৯-১০ মিনিট পরে সেখান থেকে ভাইয়ের সঙ্গে বাসায় চলে যায়। তার কিছুক্ষণ পরেই ঘটে এই ঘটনা।

তানিশার ফুপাতো ভাই মো. খোরশেদ আলম বলেন, আমরা শুরু থেকে খুঁজছি। র‌্যাব-পুলিশ আমাদের সহযোগিতা করছেন। তবে ঘটনাটির এখনো পর্যন্ত কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। আশেপাশে থাকা অনেকগুলো সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হয়েছে কিন্তু কোথাও কোনো প্রকার কিছু দেখা যাচ্ছে না। এই পরিবারের কারও সঙ্গে কোনো প্রকারের ঝগড়া, দ্বন্দ্ব্ব কিছুই নেই। তানিশার বাবা-মা বিগত ১৪-১৫ বছর ধরে ঢাকায় থাকেন। চার ভাইবোনের মধ্যে তানিশা তাদের একমাত্র মেয়ে। আমার মামার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। তিনি বলেন, ঘটনাটি ২২শে এপ্রিল রাত ৮টা ৪০-৫৫ মিনিটের মধ্যে ঘটে। তানিশাকে ঘরে রেখে ওর মা রান্নাঘরে ভাত দেখতে এসেছিল। তখন তানিশার সঙ্গে ওর ছোট ভাই ছিল সে মোবাইল দেখছিল। সেখান থেকে আমার বোন তার মায়ের কাছে আসে। কিছুক্ষণ পর তার মা তাকে ঘরে ভাইয়ের কাছে যেতে বলে। কিছুক্ষণ পরেই তানিশাকে কোলে নেয়ার জন্য তার মা ঘরে গিয়ে দেখে তানিশা নেই। এরপর তার ছেলেকে রাস্তায় পাঠায় দেখার জন্য। সেখানে গিয়ে না পেয়ে তানিশার মা পুরো এলাকায় খুঁজতে থাকে। বাসাটির সামনে এবং পেছনে সিসি ক্যামেরা আছে কিন্তু বাসার সামনের বরাবর কোনো সিসি ক্যামেরা নেই। যারা ঘটনাটি ঘটিয়েছে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে ফলো করতো। 

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম মানবজমিনকে বলেন, তানিশা নিখোঁজ হওয়ার পরদিন থেকে তাকে খুঁজে পেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আশেপাশে থাকা বেশ কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো ধরনের ক্লু পাওয়া যায়নি। এ ঘটনায় একটি মামলা হয়েছে। 
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status