ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

অংশগ্রহণমূলক নির্বাচন চায় অস্ট্রেলিয়ার আইডিইএ

স্টাফ রিপোর্টার
২৮ এপ্রিল ২০২৫, সোমবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণ দেখতে চায় অস্ট্রেলিয়ান নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ)। গতকাল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক লিনা রিকিলা তামাং মন্তব্য করেন। তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের অনেক দায়বদ্ধতা আছে। বর্তমান শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন আয়োজন করাই হচ্ছে তাদের দায়বদ্ধতা। কেননা, বাংলাদেশের জনগণের চাহিদাই হচ্ছে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটানো।
তিনি বলেন, সিইসি’র সঙ্গে আমাদের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সংস্কার কার্যক্রম কীভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে। আমাদের আইনি বিষয়গুলো নিয়ে জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো কীভাবে ঐকমত্যে পৌঁছাবে এটা একটা অন্যতম প্রশ্ন। কীভাবে ভোটিং হবে, দল নিবন্ধন, সীমানা পুনঃনির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। তারা প্রচলিত আইন অনুযায়ী কাজ করছে। আমি যতটুকু বুঝেছি ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত মোতাবেক তারা এগুবে।

সম্প্রতি অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলিও সিইসি’র সঙ্গে সাক্ষাৎ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন। এজন্য তার দেশ নির্বাচনে সহায়তা দিতে ইচ্ছুক বলে জানিয়েছেন।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status