শেষের পাতা
ফ্যাসিবাদের বিচারকদের বিচার হতে হবে
স্টাফ রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৫, রবিবার
ফ্যাসিবাদের বিচারকদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতোদূর’- শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, আমরা নুরেমবার্গ ট্রায়ালে দেখেছি, হিটলারের আদালতের যারা বিচারক ছিলেন, কোনো ধরনের যুক্তির কথা না শুনে হিটলারের কথায় লাখ লাখ কয়েদিকে পুড়িয়ে মারার যারা সিদ্ধান্ত দিয়েছেন, বিচার করেছেন, তাদের বিচার হয়নি? তাদের যদি বিচার হতে পারে তাহলে আজকে শেখ হাসিনার আমলের ফ্যাসিবাদকে যারা প্রলম্বিত করেছেন তাদের কেন বিচার হবে না? তাদের বিচার নিশ্চিত করতে হবে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে কেন মানুষের হৃদয়কে দোলাচ্ছেন? পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা স্পষ্ট করেন।
ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে যারা সাহায্য করেছেন তাদের অন্যতম হচ্ছেন আদালত মন্তব্য করে রিজভী বলেন, বিচারপতি খায়রুল হক, বিচারপতি এনায়েতুর রহিম, বিচারপতি আসাদুজ্জামান, এ রকম অসংখ্য নাম। তাদের বিচার নিশ্চিত করলে ভবিষ্যতে কেউ কোনো আদালতকে দিয়ে তার অশুভ ইচ্ছা ও অগণতান্ত্রিক নির্যাতন-নিপীড়ন মানুষের ওপর চালানোর সাহস পাবে না। এটাই হওয়া উচিত।
তিনি বলেন, বিএনপি’র ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা, সেই মামলা আট মাস চলে যাওয়ার পরও আদালতের সেলফে থাকার কথা ছিল না। অতি দ্রুত এ মামলাগুলোর নিষ্পত্তি করতে হবে। প্রায়ই উকিল ফোন দেয় দেখা করার জন্য। আমাদেরকে দিনের পর দিন মাসের পর মাস কোর্টের বারান্দায় লেফট-রাইট করতে হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আহ্বায়ক সৈয়দ আবদাল আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। এতে আরও বক্তব্য রাখেন- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ।
পাঠকের মতামত
একমত।