ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
২৭ এপ্রিল ২০২৫, রবিবার
mzamin

কুমিল্লা নগরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে এই অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে। এ সময় কুমিল্লা নগর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহড়ায় অস্ত্র হাতে মিছিল ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা নগরের বাগিচাগাঁও এলাাকার সোহাগ মিয়ার ছেলে রেজাউল করিম নাফিজ (১৮), কালিয়াজুরী পাক্কার মাথা এলাকার মো. সেলিমের ছেলে মো. সিফাত (১৬), মো. অলিউল্লা’র ছেলে আরমান ইসলাম রাজিম (১৭), উত্তর চর্থা এলাকার মোস্তফা মিয়ার ছেলে রাকিব হোসেন (১৬), টিক্কাচর এলাকার মো. ইয়াসিনের ছেলে মেহেদী হাসান (২৪)।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আমরা অভিযান অব্যাহত রেখেছি। মহড়া দিয়ে তারা ছড়িয়ে ছিটিয়ে গা-ঢাকা দিয়েছে। তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান আছে। যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরীর রাণী দীঘিরপাড়, তালপুকুরপাড়, আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের এসব মহড়া হয়। বিকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ছাড়াও শহরের আরও ২০টি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা চলছিল। রাণীর দীঘিরপাড়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায়ও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে দীঘির দক্ষিণপাড়ে দুই থেকে তিনশ’ কিশোর হাতে দেশীয় অস্ত্র নিয়ে এদিক-ওদিক ছোটাছুটি করে। তাদের মধ্যে সামনে নেতৃত্ব দেয় আরও ১৫-২০টি মোটরসাইকেল। ওই মোটরসাইকেলগুলো বিকট আওয়াজে সড়ক প্রদক্ষিণ করে। মহড়ার সময় রাণীর দীঘিরপাড়ে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ সময় ভিক্টোরিয়া কলেজের বাইরে রাণীর দীঘিরপাড়ে অপেক্ষমাণ বিভিন্ন জেলা থেকে সন্তানদের নিয়ে আসা অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন।
 

পাঠকের মতামত

এ সমস্ত কিশোরদের অভিভাবকদেরকে ও গ্রেফতার করে আইনের আওতায় আনা দেকান্ত দরকার। যাতে ভবিষ্যতে অভিভাবকরা সন্তাদের বখাটে হইতে না দেয়। সন্তানদেরকে নিয়ন্ত্রণ করে।

Mohammed Rafiqul Isl
২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১২:০৪ অপরাহ্ন

Shouldn't the authorities arrest and question their parents as well ?

Muhammad Nurul Islam
২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১০:২৫ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status