ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় আসামি ৫০০০

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
১১ জুলাই ২০২৫, শুক্রবার

নবীগঞ্জে দুই সাংবাদিকের বিরোধকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ অগ্নিসংযোগে স্থবির হয়ে পড়েছে। টানা চারদিন বন্ধ রয়েছে শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান। শহরে নিত্যপ্রয়োজনীয় ওষুধ ও খাদ্য কেনাকাটার দোকানগুলো গতকাল দুপুর থেকে খুলতে শুরু করেছে। আতংকে বড় ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি দোকপাট বন্ধ থাকায় চরম জনদুর্ভোগ দেখা দেয়। শান্তিশৃংখলা রক্ষায় যৌথবাহিনীর টহল জোরদার হয়েছে। এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তেজনা নিরসনে বুধবার রাতে সেনা টহল দেখে পালাতে গিয়ে সালামতপুর গ্রামের ব্যবসায়ী ও সালিশ বিচারক এহিয়া চৌধুরী মারা যান। এ ছাড়াও গত সোমবার দিনভর সংঘর্ষে তিমিরপুর গ্রামের এম্বুলেন্স চালক ফারুক মিয়া (৪৫) নিহত হয়। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও সাংবাদিক আশাহিদ আলী কিছুদিন পূর্বে গণ-অধিকার পরিষদে যোগ দেয়। এরপর থেকেই সে শহর এলাকায় বিচরণ শুরু করে। তার সঙ্গে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদারের বিরোধ ছিল। ৩রা জুলাই রাতে সেলিম তালুকদারের শ্যালক খরছু মিয়ার সঙ্গে শহরের নতুন বাজার মোড়ে আশাহিদ আলীর বাকবিতণ্ডা হয়। এ সময় আশাহিদ আলীর সঙ্গে থাকা আনমনু গ্রামের বাদল মিয়া আশাহিদের পক্ষে অবস্থান নেয়। এ সময় তিমিরপুর গ্রামের দু’জনকে আনমনু গ্রামের লোকজন পুলিশের নিকট তুলে দেয়। এ নিয়ে দুই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জের হিসেবে গত কয়েকদিন ধরে দফায় দফায় সংঘর্ষে দুই জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। এ ঘটনায় আইন শৃঙ্খলার দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বুধবার রাতে এসআই রিপন চন্দ্র দাস বাদী হয়ে পুলিশ এসল্ট মামলা করেন। মামলায় ৩২ জনকে এজহারনামীয় আসামি করে অজ্ঞাত রাখা হয়েছে ৪-৫ হাজার। তদন্ত করছেন এসআই মো. আব্দুল কাদির। এ ছাড়াও ফেসবুকে ভুয়া ভিডিও ভাইরাল, গুজব ছড়ানো এবং উস্কানিমূলক পোস্ট নিয়ে সতর্কতা জারি করে উপজেলা প্রশাসন। সোমবার সংঘাতের নেপথ্যে বিগত ছাত্র আন্দোলন চলাকালে মৌলভীবাজার চৌমুহনা পয়েন্টে নৃশংস হত্যাকাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। এ খবর আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত হয়। উপজেলা প্রশাসন নিজ আইডি থেকে এ নিয়ে সতর্কতামূলক বার্তা ফেসবুকে পোস্ট করে। ভুয়া ভিডিও এবং উস্কানিমূলক পোস্ট থেকে বিরত থাকার নির্দেশনা দেয়। আলোচিত ঘটনাকে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ দেয়ার চেষ্টা ব্যর্থ হয়। ৬ই জুলাই পবিত্র হজগমন শেষে দেশে ফিরেই পৌরসভার সাবেক মেয়র আলহাজ ছাবির আহমদ চৌধুরী নিজ গ্রাম চরগাঁও নিয়ে বিরোধ মীমাংসার উদ্যোগ নেন। নিহত তিমিরপুর গ্রামের এম্বুলেন্স চালক ফারুক মিয়ার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্ব্তনা দেন। এ সময় নিহত ফারুক মিয়ার শিশু সন্তানের লেখাপড়ার সকল খরচ বহনের দায়িত্ব নেন। বুধবার রাতে মৃত্যু হওয়া পৌর এলাকার সালামতপুর গ্রামের বাসিন্দা এহিয়া চৌধুরীর জানাজায় অংশ নেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও সাবেক এমপি আলহাজ শেখ সুজাত মিয়া, পৌর মেয়র আলহাজ ছাবির আহমদ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শিহাব আহমদ চৌধুরী, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য শেখ শফিকুজ্জামান শিপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচিত ঘটনার শালিস প্রক্রিয়া নিয়েও মতানৈক্য দেখা দেয়। সিলেট কল্যাণ সমিতি, জামায়াত এবং বিএনপি’র একাংশ নিয়ে ১৭ সদস্যের শালিস কমিটি গঠনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, পুরো শহর আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভাঙচুর, গুজব এবং নেপথ্যের সকল শক্তিকে আইনের আওতায় আনা হবে। ওদিকে, নবীগঞ্জে আগামী ১৫ই জুলাই অনুষ্ঠিতব্য উপজেলা বিএনপি’র কাউন্সিল ৮ম বারের মতো স্থগিত হয়েছে। ৫ পদে ১৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়ার পর বুধবার রাতে দুই সমপ্রদায়ের মধ্যে উত্তেজনা বিদ্যমান থাকায় কাউন্সিল স্থগিত হয়। কাউন্সিল আয়োজনে নিয়োজিত নির্বাচন কমিশন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই ঘোষণা দেয়া হয়। দ্রুততম সময়ের মধ্যে নতুন তারিখ ঘোষণার নিশ্চয়তা দেয়া হয়। 
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status