ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

সিমেবি’র নিয়োগে প্রতারক চক্র সক্রিয় কর্তৃপক্ষ ‘সতর্ক’

ওয়েছ খছরু, সিলেট থেকে
১১ জুলাই ২০২৫, শুক্রবার
mzamin

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) শনির দশা কাটছে না। নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রতারকদের কারণে ফের ইমেজ সংকটে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এ নিয়ে বিরক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. মো. ইসমাইল পাটওয়ারীও। এ কারণে তার তরফ থেকে থানায় জিডি করা ছাড়াও বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়া হয়েছে। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেটবাসীর স্বপ্নের একটি প্রতিষ্ঠান। ২০১৮ সালে সরকার সেই দাবি মেনে নিয়ে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় গঠন করে। এরপর নানা ঘটনায় বিতর্কিত হয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। প্রথম ভিসি ডা. মোর্শেদ আহমদ চৌধুরীর সীমাহীন দুর্নীতির কারণে ‘আঁতুড় ঘরেই’- বিতর্কের মধ্যে পড়ে বিশ্ববিদ্যালয়টি। ২০২৩ সাল পর্যন্ত নানা পদে অন্তত ২০০ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দিয়ে সাবেক ভিসি নিজেই হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি। তার সঙ্গে আরও ৫৭ জন কর্মকর্তা- কর্মচারীও আসামি হন। দুদকের তদন্তে তাদের অনিয়মের বিষয়টি উঠে আসে। চলতি সপ্তাহে এ মামলায় কারাগারে গেছেন দুই কর্মকর্তা। পলাতক রয়েছেন অন্য আসামিরা। অন্যদিকে দুর্নীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে টালমাটাল অবস্থায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন। এখনো পুরাতনদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি। বর্তমান ভিসি’র সময়েই প্রফেসর ডা. নাজমুল ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি রিপোর্ট দিলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হয়নি। এই অবস্থায় একটি চক্র বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করছে। টাকা লুটে নেয়ারও অভিযোগ শোনা যাচ্ছে। এ সংক্রান্ত খবর ইতিমধ্যে সংশ্লিষ্টদের কাছে পৌঁছেছে। সংঘবদ্ধ প্রতারকচক্র সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ডা. মো. ইশতিয়াক বখ্‌ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন- বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। তিনি জানান- বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত রুল এখনো চূড়ান্ত না হওয়ায় সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। তাছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়া কোনো ধরনের চাকরির নিয়োগ কার্যক্রম গ্রহণ করে না। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভুয়া ও চটকদার বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত না হওয়ার এবং কোন ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সর্ব সাধারণকে অনুরোধ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি দিলে বা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী পরিচয় দিয়ে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ফোন দিলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এদিকে- নতুন এই বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়ে প্রতারকরা নিয়োগ বিজ্ঞপ্তিতে ব্যবহার করেছে ভিসি প্রফেসর ডা. মো. ইসমাইল পাটওয়ারীর মোবাইল নম্বর। এতে বিব্রত ভিসি নিজেই। গতকাল বিকালে তিনি মানবজমিনকে জানিয়েছেন- বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু হয়নি। সবকিছু নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করা হচ্ছে। এ অবস্থায় একটি মহল তার মোবাইল নম্বর ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি দিচ্ছে। এই মহলের উদ্দেশ্য কী সেটি তার কাছে পরিষ্কার নয়। তিনি বলেন- অতীতে বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক ঘটনা ঘটেছে। এখন আর সেটি হবে না। নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের কারসাজি গ্রহণযোগ্য হবে না। এজন্য আমরা সতর্ক। এ ব্যাপারে সিলেটের কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত করছে। তবে প্রতারকদের প্রলোভনে পড়ে লেনদেন না করার জন্য তিনি সবাইকে সতর্ক করে দেন।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status