শেষের পাতা
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির ডাক
স্টাফ রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৫, রবিবারআগামী ৪ঠা মে’র মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রবেশ পর্যায়ে ১১তম গ্রেডে বেতন নির্ধারণের সময় বেঁধে দিয়েছেন শিক্ষকরা। দাবি আদায় না হলে ৫ই মে থেকে কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এতে জানায়, কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে। ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন করতে হবে। প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
এতে আরও বলা হয়, দাবি আদায় না হলে আগামী ৫ই থেকে ১৫ই মে পর্যন্ত একঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। ১৬ থেকে ২০শে মে দুই ঘণ্টা, ২১ থেকে ২৫শে মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। এর মধ্যেও যদি দাবি আদায় না হয়, তাহলে আগামী ২৬শে মে থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গত অক্টোবরে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারে পরামর্শক কমিটি গঠন করে। গত ১০ই ফেব্রুয়ারি কমিটি সুপারিশ প্রতিবেদন জমা দেয়। এতে সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে এন্ট্রি লেভেলের শিক্ষক পদে ১২তম গ্রেডে বেতন দেয়ার সুপারিশ করা হয় এবং প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে এবং পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করা হয়।
পাঠকের মতামত
প্রাথমিক শিক্ষকরা আজীবন তাদের বেতন বাড়ানোর আন্দোলনই করল। কিন্তু পোলাপান যে প্রাইমারি পাস করার পর বাংলা রিডিংও পড়তে পারেনা এব্যপারে একবারও তাদের টুশব্দ করতে দেখলাম না। প্রায় 30হাজার টাকা বেতন নিয়ে এদের পোষেনা। অনেক বেসরকারি স্কুলের শিক্ষকরা মাসে মাত্র 5000 টাকায় চাকুরি করে এদের থেকে ভাল পড়ায়।
এই সময়ে আন্দোলন এর অর্থ হচ্ছে রাষ্ট্রের সাথে বিদ্রোহ করার সামিল কাজেই আন্দোলনের নামে যাঁরা এই নোংরা তৎপরতা শুরু করতে চাইবে তাদেরকে স্থায়ীভাবে চাকুরীচ্যুত করা হউক।
পড়ানোর বেলায় লবডনকা, দাবীদাওয়া আদায়ে একেবারে বীর পালোয়ান।
এতকাল আন্দোলন কোথায় ছিলো? চাকরি ভালো না লাগলে ভালো পেশায় চলে যান। আন্দোলন করে দেশের শান্তি নষ্ট কইরেন না।
Dear Editor Sir, Please provide the actual figures of emoluments offered to the respected teachers at present and what they claim they deserve. Regards.
Hasinar somoy mukh fute kotha bolar sahos painai. R akhon kothai kothai Andolon????????
Dabir hirik pore geche mone hoi. jokhon ja mone chasche, tokhon tai kora hocche. A jeno Moger Mulluk.
হায় বাঙালি, ১৭-১৮ বছর তোমারা কোথায় ছিলা?