খেলা
চট্টগ্রামে ব্যাটিংয়ের দিকে মূল ফোকাস, বললেন জাকের
স্পোর্টস ডেস্ক
(৯ ঘন্টা আগে) ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ৪:০৯ অপরাহ্ন

জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের দুই ম্যাচ টেস্ট সিরিজে সফরকারীরা এগিয়ে ১-০ ব্যবধানে। সিলেট টেস্টে নিজেদের রেকর্ড রান তাড়া করেও জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। তাই দ্বিতীয় ও শেষ টেস্টটি টাইগারদের মান রাখার ম্যাচ। চট্টগ্রামে প্রথম দিনের অনুশীলন সেরে টাইগার উইকেটকিপার-ব্যাটার জাকের আলি অনেক জানালেন, ব্যাটিংই তাদের মূল ভাবনা জুড়ে আছে।
যদিও টেস্টে ব্যাটিং সমস্যা বাংলাদেশ দলের জন্য নতুন কিছু না। সিলেট টেস্টে ব্লেসিং মুজারাবানির পেসের কাছে ধরাশায়ী হতে দেখা গেছে টাইগার ব্যাটারদের। প্রথম ইনিংসেই ১৯১ রানে গুঁটিয়ে গিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। জিম্বাবুয়ের ৮২ রানের লিডের পর নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করতে পারে ২৫৫ রান। সীমিত পুঁজি নিয়ে বোলাররা লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত চতুর্থ দিনেই সফরকারীরা জিতে যায় ৩ উইকেটে। চট্টগ্রাম টেস্টের উদ্দেশ্যে শুক্রবার সেখানে পৌঁছায় নাজমুল হোসেন শান্তর দল। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকের বলেন, ‘যেহেতু প্রথম টেস্টেটা আমাদের পক্ষে যায়নি, তবে আমরা আমাদের প্রক্রিয়ার মধ্যেই আছি। আমাদের মধ্যে আলোচনা হয়েছে। অবশ্য ব্যাটিং ফোকাস থাকবে, কারণ ব্যাটিং খারাপ হওয়ার কারণেই আমরা সংগ্রাম করি, কাজেই এখানেই মূল ফোকাস।’ জাকের জানিয়েছেন, দলের ভেতর এখন আলোচনায় মূল জায়গায় এই ব্যাটিংই। টাইগার ক্রিকেটার যোগ করেন, ‘ব্যাটিং নিয়েই আমি বলছি। ব্যাটিং আমাদের ভালো হয়নি, এ কারণেই ভুগছি। শট সিলেকশন কীভাবে আরও ভালো করা যায়, এসব নিয়ে আলাপ হয়েছে। সব সময় তো আর বোলাররা জেতাবে না, বেশিরভাগ সময় বোলারাই (টেস্ট) জেতায়। আমরা চাইব, এই ম্যাচে যেন আমাদের ব্যাটাররা সবাই সেরা পারফর্মেন্সটা দিতে পারে, সহজেই জিততে পারি।’