খেলা
মিরাজ বললেন ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে
স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
লিড হয়েছে ৮২ রানের। জিম্বাবুয়ের লেজের ব্যাটাররা যেভাবে ব্যাট চালাচ্ছিলেন তাতে লিডটা আরো বড়ই হতে পারতো। কিন্তু দলের ত্রাতা হয়ে এলেন মেহেদী হাসান মিরাজ। একাই শেষ ৫ উইকেট এ অফস্পিনারের। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ২০০ টেস্ট উইকেট পূর্ণ হতে তার প্রয়োজন আর ৫ উইকেট। দিন শেষে ব্যাট হাতে মাঠে নামে বাংলাদেশ দল। দলীয় ১৩ রানেই হারিয়ে ফেলে ওপেনার সাদমান ইসলাম অনিককে। তবে শেষ বিকেলে আর কোনো বিপদ হতে দেননি জয়-মুমিনুল। বড় লক্ষ্য ছুড়ে দিতে পারলে জাগবে জয়েরও সম্ভাবনা। কারণ টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে তিনশ’ রানের বেশি হলে তা তাড়া করা বেশ কঠিন। বল হাতে দলকে পথ দেখানো মিরাজ হয়তো সেই কারণেই বললেন ম্যাচের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কন্ট্রোলেই (ম্যাচ) আছে আমি মনে করি। কারণ ওরা হয়তো ৮২ রানের লিড পেয়েছে আর আমরা হয়তো একটা ভালো স্কোর পেয়েছি ২৫ রানে পিছিয়ে আছি। আর যেহেতু আমাদের ১ উইকেট গিয়েছে, সুতরাং ব্যাটসম্যান আছে। আমরা যদি ভালো একটা টোটাল দিতে পারি তাদেরকে, সো ৪ নম্বর দিন ওদের জন্য অনেক ডিফিকাল্ট হবে এই উইকেটে।’
জিম্বাবুয়ে যখন পঞ্চম উইকেট হারায়, তখনও কোনো উইকেটের দেখা পাননি মিরাজ। কিন্তু শেষ পাঁচ উইকেট শিকার করলেন তিনি একাই। তার সৌজন্যেই আরও বড় হলো না জিম্বাবুয়ের লিড। এই নিয়ে টেস্ট ক্রিকেটে একাদশবার ইনিংসে ৫ উইকেটের স্বাদ পেলেন এই অফ স্পিনার। বাংলাদেশের হয়ে তার চেয়ে এই কীর্তি বেশি আছে আর কেবল দু’জনের- সাকিব আল হাসান ১৯ বার ও তাইজুল ইসলাম ১৫ বার। আরও একটি অর্জনে সাকিব-তাইজুলদের সঙ্গী হওয়ার অপেক্ষায় মিরাজ। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ২০০ টেস্ট উইকেট হতে তার প্রয়োজন আর পাঁচ উইকেট। নিজের এমন সাফল্য নিয়ে বেশ খুশি তিনি। মিরাজ বলেন, ‘অবশ্যই উইকেট পেলে তো সবারই ভালো লাগে। দিন শেষে যেহেতু হোমে খেলা, আর এক্সেপেক্টেশন্সটা আমার নিজের কাছেও ওতটা হাই ছিল না। চেষ্টা ছিল ঠিক জায়গায় বল করাটা, টিমকে ভালো সাপোর্ট করা। আর ৫ উইকেট পেতে তো অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে, এট দ্য সেইম টাইম লাক ফেভার করা লাগবে।’